প্রিয় সেলিব্রিটিদের সম্পর্কে জানা সর্বদাই মজাদার। তারা যখন ছোট ছিল তখন তারা দেখতে কেমন ছিল, তারা কী খেতে পছন্দ করে, কোথায় তারা তাদের ছুটি কাটাতে পছন্দ করে। সঙ্গে আরও একটা ব্যাপার যা নিয়ে সকলের মনে প্রশ্ন থাকে, সেটা হল, সেলেব্রিটিদের চকচকে ত্বকের গোপন রহস্য। কীভাবে তাঁরা স্কিনের যত্ন নেন। কী মাখেন। কীভাবে পান নিখুঁত ত্বক।
অনেক বলিউড অভিনেতাই সাক্ষাৎকারে সবার প্রথম যে উত্তরটি দিয়েছেন., তা হল 'প্রচুর জল পান' এবং নিজেকে 'হাইড্রেটেড রাখা'। কিন্তু এটুকুই কি লাগে? ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর দাবি করেছেন যে তাঁর কোনো স্কিন কেয়ার রুটিন নেই। স্ত্রী ২ অভিনেতা আরও দাবি করেন যে, তিনি কেমন একটি ফেসওয়াশ ও একটি ময়েশ্চারাইজার দাবি করেন।
আরও পড়ুন: বেঙ্গল ফাইলস-এর নাম বদলে হয়েছে দিল্লি ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর সেই ছবিতে শাশ্বত
সোশ্যাল মিডিয়া যদিও একেহাকে সন্তুষ্ট নয়, শ্রদ্ধা কাপুরের এহেন জবাবে। বেশ ট্রোলের মুখে পড়লেন তিনি। এমনকী, উঠে আসছে অভিনেত্রী ও ফ্যাশনিস্তা সোনম কাপুর আহুজার কথাও। যিন একবার অভিনেতাদের সবসময় ‘নিখুঁত’ দেখতে লাগা নিয়ে, যাকে বল বোমা ফাটিয়েছিলেন।
আরও পড়ুন: প্রসেনজিৎ-শ্রাবন্তীর 'দেবী চৌধুরানী'তে কিঞ্জল , সব্যসাচীর সঙ্গে সারলেন শ্যুটিং
শ্রদ্ধাকে কটাক্ষকরে এমনই এক রেডিট ব্যবহারকারী শেয়ার করেছেন, ‘এই ব্যাপারে আমি অন্তত সোনম কাুরের প্রশংসা করি। তিনি সৎ ছিলেন। আমরাসবাই জানি সোনা, তোমার স্কিনকেয়ার রুটিন নয়, তোমার সার্জারির দরকার পড়ে।’
এদিকে, আরেকজন ইন্টারনেট ব্যবহারকারী সোনমের কথা টেনে লিখেছেন, ‘যখন আমি এই জাতীয় বাজে কথা শুনি, আমার মনে তৎক্ষণাৎ কয়েক বছর আগে সোনম কাপুরের আশ্চর্যজনক পোস্টের কথা চলে আসে, যেখানে তিনি বলেছিলেন যে প্রতিটা তারকার এমন একটা বাহিনী (দল) আছে, যাদের কাজ সেই তারকাকে সুন্দর লাগানো। তাঁরা সকলেই দামি দামি পন্য ব্যবহার করে। একজন অভিনেত্রীকে এভাবে কথা বলতে দেখলে অবাক লাগে। শুধু ময়েশ্চারাইজার, শুধু জল, শুধু গঙ্গাজল ইত্যাদি ইত্যাদি।’
আরও পড়ুন: ঐশীর এলিমিনেশন কামনা অঙ্কনা ভক্তের! যেভাবে ‘বন্ধু’র পাশে দাঁড়ালো ঘাটালের কন্যে
শ্রদ্ধা এমনিতে বেশ প্রিয় নেটিজেনদের। খুব একটা ট্রোলও হন না তিনি। তবে এবার যেন ব্যাপার সম্পূর্ণ আলাদা। কাজের সূত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে, স্ত্রী ২-তে। যা ৫০০ কোটির ঘরে ঢুকে পড়েছে, পাঠান, গদর, অ্যানিম্যালদের আয় টপকে।