ভালোবাসায় অবশেষে শিলমোহর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে করলেন রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্ককে অফিসিয়াল। ‘স্ত্রী ২’ অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুলের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এ কাজ করার সময় ঘনিষ্ঠ বাড়ে দুজনের। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন দু'জনে।
শ্রদ্ধা ও রাহুলের মিষ্টি ছবি একসঙ্গে
নতুন ছবিতে শ্রদ্ধা ও রাহুল সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন। ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোটিকন।
আরও পড়ুন:
তাদের সম্পর্কের টাইমলাইন
শ্রদ্ধা এবং রাহুলকে এসকঙ্গে দেখা গিয়েছিল যখন তারা একসঙ্গে গিয়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে। গত বছর মুম্বইয়ে এক নৈশভোজের পরেও তাঁদের একসঙ্গে স্পট করা গিয়েছিল।
একটি সূত্র সেই সময় হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ‘একসঙ্গে ছবি তুলতে চায় না ওরা। সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চায়। এখনই এটাকে জনসমক্ষে নিয়ে আসাতে রাজি নয়’। তবে বোঝা গেল, আশিকি ২ অভিনেত্রী বর্তমানে তৈরি তাঁর প্রেমকে এবার জনসম্মুখে আনতে।
'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির সেটে দুজনের প্রথম দেখা হয়, যেখান থেকেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। রাহুল ছবিটির লেখক ছিলেন। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে শ্রদ্ধাকে 'আর' লেখা একটি পেন্ডেন্ট পরে থাকতে দেখা যায়, যা রোমান্সের গুজবে আরও ঘি ঢেলেছিল।
কাজের ফ্রন্টে, শ্রদ্ধাকে আগামীতে স্ত্রী ২ তে দেখা যাবে। এটি হরর কমেডি ইউনিভার্সে রাজকুমার রাও এবং শ্রদ্ধাকে ফিরিয়ে আনবে। গত সপ্তাহে মুনজিয়ার সঙ্গে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত, স্ত্রী ২ হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যার মধ্যে স্ত্রী, রুহি এবং ভেড়িয়ার মতো সিনেমা রয়েছে। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে 'স্ত্রী-২'।