বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রতি মুহূর্তে ইনস্টাগ্রাম, ফেসবুক, X-এর মাধ্যমে তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু সম্প্রতি তিনি তাঁর X অ্যাকাউন্ট থেকে একটি অদ্ভুত পোস্ট করা হয়। এরপরই অনুরাগীরা বেশ বিভ্রান্ত হয়ে পড়েন। বেশিরভাগ লোক মনে করছে, হয়তো অভিনেত্রীর X অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
শ্রদ্ধা কাপুরের পোস্টে বিভ্রান্তি
শ্রদ্ধা কাপুর তার X পোস্টে লিখেছেন- Easy $28. GG! পোস্ট দেখে সবাই এর নিজের মতো করে মানে খুঁজতে শুরু করেন। নেটিজেনদের অনেকেই কমেন্ট সেকশনে প্রচুর প্রতিক্রিয়া দিতে শুরু করেন। একজন লিখেছেন, 'আবার হ্যাক হয়ে গেছে?' অন্য একজন লিখেছেন, ‘অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নাকি অন্য কোনও সমস্যা?’ আরেকজন লিখেছেন, ‘এটি কি কোনও বার্তা নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?’ কেউ কেউ মজা করে লিখেছেন,'আমার মনে হয় উনি X থেকে একটি পোস্টের জন্য কত টাকা পান তার কথাই বলেছেন।'
আরও পড়ুন: শ্যুটিং করতে গিয়ে জখম, কী হয়েছে বরুণ ধাওয়ানের? চোট কি গুরুতর?
আরও পড়ুন: 'আমি জানতাম না ও…', সলমনের খ্যাতি নিয়ে কী বললেন পুনম?
আরও পড়ুন: 'আমি জানতাম না ও…', সলমনের খ্যাতি নিয়ে কী বললেন পুনম?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
শ্রদ্ধা কাপুরের পোস্টে প্রচুর কমেন্ট করা হলেও এই পোস্ট নিয়ে অভিনেত্রী কিছু বলেননি। উল্লেখ্য, বর্তমানে শ্রদ্ধা রাহুল মোদীর সাথে ডেটিংয়ের খবর নিয়ে আলোচনায় ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যার ফলে লোকেরা নানা কথা বলতে শুরু করেছিল। কর্মক্ষেত্রের কথা বললে, শ্রদ্ধা কাপুরের সর্বশেষ ছবি ছিল 'স্ত্রী-২' যা ব্লকবাস্টার হিট হয়েছিল।