বাংলা নিউজ > বায়োস্কোপ > Shraddha Kapoor-Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের থেকে এই বিশেষ জিনিস চুরি করতে চান শ্রদ্ধা, কীসে নজর পড়ল?

Shraddha Kapoor-Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের থেকে এই বিশেষ জিনিস চুরি করতে চান শ্রদ্ধা, কীসে নজর পড়ল?

সুশান্তের কাছ থেকে কী চুরি করবেন শ্রদ্ধা?

সম্প্রতি এক সক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর প্রকাশ করেছেন যে তিনি সুযোগ পেলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কাছ থেকে কী চুরি করেবেন। দুজনে একসঙ্গে কাজ করেছিলেন ‘ছিছোরে’ সিনেমায়। 

আপাতত তু ঝুটি ম্যায় মক্কারের প্রচারে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। ৮ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। রণবীর আর শ্রদ্ধা কাপুরও চুটিয়ে চালাচ্ছেন সিনেমার প্রোমোশন। আর এই প্রচারের সময়ই এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। র‌্যাপিড ফায়ার সেগমেন্টের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুত সহ সেলিব্রিটিদের থেকে কী চুরি করবেন। 

বলিউড বাবলের সঙ্গে সাক্ষাৎকরে শ্রদ্ধা কাপুর প্রকাশ করেছেন যে তিনি সুযোগ পেলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কাছ থেকে কী চুরি করেবেন। সুশান্তের কাছ থেকে তিনি কী চুরি করবেন জানতে চাইলে শ্রদ্ধা জবাব দেন, ‘তাঁর বইয়ের সংগ্রহ।’

এই প্রসঙ্গে বলে রাখি, শ্রদ্ধা এবং সুশান্ত নিতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোরে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রীর সঙ্গে প্রয়াত অভিনেতার সম্পর্কও ছিল ভালো বন্ধুর। একাধিক অনুষ্ঠানে সুশান্তকে নিয়ে কথাও বলেতে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার। 

২০২০ সালে সুশান্তকে 'অসাধারণ সহ-অভিনেতা' এবং একজন 'আশ্চর্যজনক ব্যক্তি' বলে সম্বোধন করে শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন।  এসএসআর সম্পর্কে কথা বলতে গিয়ে, কাপুর লিখেছেন, ‘তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন... আমি তোমাকে মিস করব.. প্রিয় সুশ...’

সাক্ষাৎকারের সময়, শ্রদ্ধাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বরুণ ধাওয়ানের কাছ থেকে কী চুরি করবেন, তখন তিনি উত্তর দেন, ‘তাঁর কুকুর জোয়ি’। সঙ্গে আদিত্য রায় কাপুরের কুকুরও চুরি করার ইচ্ছে প্রকাশ করেন। এবং টাইগার শ্রফ সম্পর্কে কথা বলার সময়, অভিনেত্রী বলেছিলেন যে তিনি অভিনেতার ব্যাক ফ্লিপের দক্ষতা চুরি করতে চান।

২০২০ সালের জুন মাসে অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। এভাবে আকষ্মিকভাবে চলে যাওয়া মানতে পারেননি এসএসআর-ভক্তরা। এখনও তদন্ত চলছে সেই ঘটনা নিয়ে। খুন না আত্মহত্যা তার দিশা মেলেনি ৩ বছর পরেও। ইডি থেকে সিবিআই, এনসিবি তদন্ত চালাচ্ছে এই ঘটনায়। সুশান্তের শেষ কাজ ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে তাঁর মৃত্যুর পর।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন