গোটা একটা জীবনে কোনও না কোনও পরীক্ষায় কমবেশি সকলেই কখনও না কখনও প্রতারণার আশ্রয় নিয়েছেন। এমনটাই মনে করেন শ্রদ্ধা কাপুর। আমিও একবার এমনই একটি কাণ্ড ঘটিয়েছিলাম। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি অবলীলায় বলে যাচ্ছিলেন শ্রদ্ধা কাপুর। টুকলি করার কথা অকপটে স্বীকার করে নেন অভিনেত্রী
ঠিক কী করেছিলেন শ্রদ্ধা?
শ্রদ্ধা কাপুর জানান, ‘আমি একবার একাধিক প্রশ্নের উত্তর লিখে, জামার নিচে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম, দারুণ ব্যাপার কেউ বুঝতে পারবে না, ভালো নম্বর পাব। এদিকে আমি যখন উত্তরগুলো দেখে টুকছি, তখন দেখি শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমার শিক্ষক চিৎকার করে উঠলেন শ্রদ্ধা…। শেষপর্যন্ত ধরা পড়ে গেলাম। বুঝতেই পারছেন আমি কতবড় মিথ্যেবাদী।’
এর আগে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা এই ছবিতে তাঁর চরিত্র প্রসঙ্গে বলেন ‘আশিকি-২র পর অনেক ছবিতে অভিনয় করেছি। এটা একটা অন্যরকম চরিত্র। এই চরিত্রটি এমন একজন মেয়ের যাঁর অনেক দায়িত্বে আছে। নিজেকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী। আমার জন্য, এমন একটি চরিত্রে অভিনয় করাটা বেশ অন্যরকম অনুভূতির ছিল। এটা আমার কাছে যেন খানিকটা পাশের বাড়ির একটি মেয়ের চরিত্র। যেধরনের কাজ আমি আগে করিনি।’
সম্প্রতি লাভ রঞ্জনের রণবীর কাপুরের বিপরীতে ‘তু ঝুটি ম্যয় মক্কার’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। ছবিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও রয়েছেন, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর এবং অনুভব সিং বাসি সহ অন্যান্যরা। ৮ মার্চ, বুধবার মুক্তি পায় রণবীর-শ্রদ্ধার এই ছবি। বক্স অফিসে ছবির শুরুটা ভালোই ছিল। প্রথম দিনে ১৫.৭৩ কোটির ব্যবসা করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। কিন্তু ছুটির দিন কাটতে ব্যবসায় ভাটা পড়ে। ব্যবসার অঙ্ক কমে দাঁড়ায় ১০.৩৪ কোট টাকা।