শ্রদ্ধা কাপুর তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে সব সময় বাইরেই রাখেন। তবে এবার একটি পোস্ট শেয়ার করে নায়িকা ভক্তদের তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আভাস দিলেন। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তাঁর মনে মানুষের কথা।
বৃহস্পতিবার, শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিখ্যাত স্ট্রীট ফুড বড়া পাওয়ের ছবি পোস্ট করে তাঁর গুঞ্জন প্রেমিক রাহুল মোদীকে ট্রিট দেওয়া নিয়ে রসিকতা করেছেন।
ছবিটি পোস্ট করে নায়িকা রাহুলকে ট্যাগ করে ক্যাপশনে লেখেন, ‘বড়া পাও- এর জন্য আমি তোমাকে সবসময় ধমক দিতে পারি।’ ছবিটির সঙ্গে অভিনেত্রী ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের ক্লাসিক গান ‘ইয়ে বড্ডা রাহা’ দিয়েছিলেন।
সব মিলিয়ে এই পোস্টটি প্রকাশ্যেই আসতেই আবার রাহুল মোদীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিটিও দ্রুত ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। চলতি বছরের অগস্ট মাসে রাহুলের সঙ্গে শ্রদ্ধার ব্রেকআপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা গিয়েছিল শ্রদ্ধা নাকি রাহুলকে ইনস্টাগ্রামে আনফলোও করেছিলেন। যদিও রাহুল কখনওই তাঁকে আনফলো করেননি।
তবে এত জল্পনা সত্ত্বেও, শ্রদ্ধা কসমোপলিটনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সম্পর্কের কথা বলেছিলেন। রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের একপ্রকার সিলমোহর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি সত্যিই আমার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে এবং ওঁর সঙ্গে অন্যান্য সব কাজ করতে পছন্দ করি, যেমন সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা ঘুরতে যাওয়া সব। আমি এমন একজন মানুষ যে একসঙ্গে কিছু না করেও চুপ করে বসে থেকেও সময় কাটাতে পছন্দ করি।’
আরও পড়ুন: স্ত্রীয়ের ইচ্ছেপূরণে শাহরুখের মন্নত-এ আসছে বিরাট বদল! জানেন কত কোটি টাকা খরচ করবেন বাদশা?
শ্রদ্ধা এবং রাহুলের মধ্যে ডেটিংয়ের গুঞ্জন চলতি বছরের প্রথম দিক থেকেই শোনা গিয়েছিল। এই জুটিকে প্রায়শই পাবলিক ইভেন্টে দেখা যেত, শ্রদ্ধাও রাহুলের সঙ্গে এক বন্ধুর বিয়েতে যোগ দিয়েছিল, যার থেকে তাঁদের সম্পর্ক নিয়ে সকলের আগ্রহ আরও বেড়ে যায়।
প্রসঙ্গত, রাহুল মোদী একজন চিত্রনাট্যকার। তিনি ‘তু ঝুথি মে মক্কর’- এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে রণবীর কাপুরকে দেখা গিয়েছিল।
অভিনেত্রীকে শেষবার ব্লকবাস্টার ছবি স্ত্রী ২'- এ দেখা গিয়েছিল। এই ছবিটি ২০১৮ সালের হরর- কমেডি স্ত্রী -এর সিক্যুয়াল ছিল। অভিনেত্রী সম্প্রতি ‘দ্য রেড সি ফিল্ম ফেস্টিভাল’ অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি রণবীর কাপুর থেকে আদিত্য রায় কাপুর -সহ অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছিলেন। তিনি 'স্পাইডার- ম্যান' খ্যাত তারকা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে রেড কার্পেটেও হেঁটেছিলেন।