স্ত্রীর পর এবার নাগিন হওয়ার পালা। অবশেষে জটিলতা কাটিয়ে প্রোডাকশন শুরু হল শ্রদ্ধা কাপুর অভিনীত আগামী ছবির। আর মকর সংক্রান্তির দিন সেই সুখবর দিলেন খোদ ছবির প্রযোজক নিখিল দ্বিবেদী। এটি একটি আদ্যোপান্ত ম্যাথলজিক্যাল ছবি। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।
আরও পড়ুন: পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
আরও পড়ুন: ছেড়েছেন কবিতা লেখা, এবার ক্যামেরার সামনে ধরা দিলেন জয় গোস্বামী! কোথায় দেখা যাচ্ছে সেই শর্টফিল্ম?
কী জানালেন নাগিন ছবির প্রযোজক?
মকর সংক্রান্তিতে নাগিন ছবির প্রযোজক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন জানান যে তাঁর এই আসন্ন ছবিটির নাম নাগিন: অ্যান এপিক টেল অব লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। তিনি ছবির স্ক্রিপ্টের একটি ছবিও পোস্ট করেছেন এদিন তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টে। আর সেখানেই শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি নিয়ে দিলেন চমকপ্রদ আপডেট। দর্শকদের প্রত্যাশার পারদ চড়িয়ে তিনি জানান, 'মকর সংক্রান্তি এবং অবশেষে।' তাঁর পোস্ট করা ছবিতে একটা পিতলের ঘটি, কিছু গাদা ফুল দেখা যাচ্ছে স্ক্রিপ্টের পাশে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছু মাস আগেই নিখিল দ্বিবেদী জানিয়েছিলেন যে শ্রদ্ধা কাপুর তাঁর একটি ছবি করতে চলেছেন। ২০২৫ সালেই তাঁরা একসঙ্গে কাজ শুরু করবেন। এটা একটি ট্রিলজি। ভারতীয় মাইথোলজির ইচ্ছেধারী নাগিনীর কথা উঠে আসবে এই ছবিতে।
এই বিষয়ে আরও জানিয়ে রাখা ভালো, ২০২০ সালেই শ্রদ্ধা কাপুর এই প্রজেক্টের কথা জানিয়ে বলেছিলেন যে তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। তিনি তাঁর সেই টুইটে লেখেন, 'আমার জন্য এটা ভীষণ আনন্দের যে আমি অনস্ক্রিন নাগিন চরিত্রটি অভিনয় করতে পারব। আমি বড় হয়েছি শ্রীদেবী ম্যামের নাগিন, নিগাহে দেখে। আর সবসময় এমন চরিত্র করতে চেয়েছি যা ভারতের লোক কথার সঙ্গে যুক্ত।'
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর-দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
ফলে বলাই বাহুল্য ২০২৫ সালের যে এটা অন্যতম বহুল অপেক্ষিত ছবি হতে চলেছে। শ্রদ্ধাকে শেষবার স্ত্রী ২ ছবিতে দেখা গিয়েছ। বক্স অফিসে রীতিমত ধামাকা করেছে এই ছবি। তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও।