বাংলা নিউজ > বায়োস্কোপ > Shraddha Kapoor: জঙ্গি হত্যাকারী ২০ বছরের কাশ্মীরি মেয়ের চরিত্রে শ্রদ্ধা, কে এই রুকসানা কৌসার

Shraddha Kapoor: জঙ্গি হত্যাকারী ২০ বছরের কাশ্মীরি মেয়ের চরিত্রে শ্রদ্ধা, কে এই রুকসানা কৌসার

কাশ্মীরের সাহসী মেয়ে রুকসানার চরিত্রে শ্রদ্ধা কাপুর

Shraddha Kapoor to play Rukhsana Kausar: বাস্তব ঘটনার উপর তৈরি নতুন এক ছবিতে দেখা যাবে শ্রদ্ধাকে। কাশ্মীরি মেয়ে রুকসানা কৌসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। যিনি লস্কর-ই-তৈয়বা (এলইটি)-র এক জঙ্গিকে হত্যা করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন।

মুম্বইয়ের নাগপাদার গডমাদার হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। বাস্তব ঘটনার উপর তৈরি আরও নতুন এক ছবিতে দেখা যাবে শ্রদ্ধাকে। কাশ্মীরি মেয়ে রুকসানা কৌসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। যিনি লস্কর-ই-তৈয়বা (এলইটি)-র এক জঙ্গিকে হত্যা করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন।

এক সংবাদমাধ্যমের ঘনিষ্ঠ সূত্রে খবর, রুকসানার বয়স যেমন ২০ বছর, ছবির নির্মাতারা তেমনি পর্দায় ওই বয়সী দেখতে লাগবে এমন একজনকে চেয়েছিলেন। শ্রদ্ধা নিঃসন্দেহে এই ভূমিকার জন্য উপযুক্ত বলে মনে করছেন তাঁরা। তাই অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বাছা হয়েছে। পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে, ‘এই ছবিতে শ্রদ্ধার চরিত্রটি একেবারেই অন্যরকম হবে, আগে তাঁর অভিনীত বেশিরভাগ সিনেমার থেকে।’

আরও পড়ুন: এটা ফটোগ্রাফারদের জন্য, তোমাদের জন্য’, আলোকচিত্রীদের পিৎজা ট্রিট দিলেন শিল্পা

শ্রদ্ধার টিমের পক্ষ থেকেও এই ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে শীঘ্রই অফিসিয়াল আপডেট দিতে পারেন তাঁরা। 

উল্লেখ্য, একজন কাশ্মীরি মেয়ে রুকসানা কাউসার কেসি। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বাস তাঁর। বাড়ি কাছাকাছি একজন এলইটি সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা এবং অন্যজনকে আহত করার পর রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন তিনি। 

২০০৯ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। একদল সন্ত্রাসবাদী রাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ভাইয়ের সঙ্গে যৌথভাবে এলইটি-এর আবু ওসামার কাছে থেকে কাছ থেকে AK-47 ছিনিয়ে নেন এবং গুলি চালিয়ে পরাস্ত করেন। ওই সন্ত্রাসবাদী ঘটনাস্থলেই মারা যান। 

সম্প্রতি বরুণ ধাওয়ান, কৃতি স্যাননের 'ভেড়িয়া' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। দীনেশ ভিজনের ‘স্ত্রী ২’, রণবীর কাপুরের সঙ্গে লভ রঞ্জনের শিরোনামহীন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা আজ কাদের সম্পর্কের মধ্যে সতেজতা থাকবে? কী বলছে আজকের প্রেম রাশিফল দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.