স্ত্রী ২ তে দারুণ অভিনয় করে তাক লাগান শ্রদ্ধা কাপুর। নজর কাড়েন এই হরর কমেডি ছবিতে। তারপরই জানা গিয়েছে যে স্ত্রী ৩ বা ভেড়িয়া ২ তো বটেই, অভিনেত্রীকে হরর কমেডি ইউনিভার্সের ৮টি ছবিতেই নাকি দেখা যাবে। এবার এই জল্পনা রটতেই কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: '২০২৫-এর সেরা আদর', ছেলের জন্মের মাস ঘোরেনি, এর মধ্যেই একরত্তির ছবি পোস্ট রূপসার
কী ঘটেছে?
২০২৫ এর জানুয়ারি মাসে চিত্র নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন ছবির কথা ঘোষণা করেছেন একেবারে রিলিজ ডেট সহ। স্ত্রী ২ ২০২৪ সালে ব্লকবাস্টার হওয়ার পর, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের দুর্দান্ত অভিনয়, কেমিস্ট্রি থেকে অনেকেই বেরতে পারেননি। তার মধ্যে এমন খবর পেয়ে স্বাভাবিক ভাবেই দারুণ আনন্দিত হয়েছেন।
জানা গিয়েছে ২০২৫ এ যথাক্রমে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানা অভিনীত থামা এবং শক্তি শালিনী। এরপর আসবে ভেড়িয়া ২, চামুণ্ডা, স্ত্রী ৩, মহা মুঞ্জা, পেহলা মহাযুদ্ধ, দোসরা মহাযুদ্ধ। তবে সম্প্রতি একটি গুজব রটেছে যে এই প্রতিটি হরর কমেডি ছবিতে একজন কমন থাকবেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এখনও পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের তরফে ৪ টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে খালি ২০২৪ সালে মুক্তি পাওয়া মুঞ্জা ছবিতে শ্রদ্ধা ছিলেন না। স্ত্রী, স্ত্রী ২ দুটোতেই তিনি নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন। এমনকি বরুণ ধাওয়ানের ভেড়িয়া ছবিতেও একটি গানে তাঁকে দেখা গিয়েছিল। আবার বরুণ স্ত্রী ২ তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই দর্শকরা মনে করছেন ভেড়িয়া ২ ছবিতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে। স্ত্রী ৩ এ তো তিনি থাকবেনই। কিন্তু সেই দুটো ছবি ছাড়াও নাকি ৮টি ছবিতেই দেখা মিলবে অভিনেত্রীর, এমনটাই জানানো হয়েছে দ্য নডের একটি রিপোর্টে।
এই খবর জানার পর নেটপাড়া আড়াআড়ি ভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল যারপরনাই খুশি হয়েছে। আরেক দল বিরক্ত। তাঁদের মতে সব হরর কমেডি ছবিতেই যদি শ্রদ্ধা কাপুর ধরা দেন তাহলে সেই মজা চলে যাবে। একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা। যদিও কারও কারও মতে শ্রদ্ধা যদি সব ছবিতে থাকেন তাহলে প্রতিটি ছবিই বক্স অফিসে হিট করবে। কিন্তু বাস্তবে কী হয়, কতটা ফলে এই জল্পনা সেটা সময়ই বলবে।