মুক্তির পর থেকে ক্রেডিট বিতর্কের জেরে চর্চায় থেকেছে স্ত্রী ২। রাজকুমার রাও নাকি শ্রদ্ধা কাপুর? হলে দর্শক টানতে কোন তারকার কৃতিত্ব বেশি নিয়ে কম কথা চালাচালি হয়নি। তবে সেইসব বিতর্ককে ছাপিয়ে বক্স অফিস জুড়ে শুধু স্ত্রী ২ সুনামি! বর্তমানে দেশের বাজারে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি ছবি স্ত্রী ২, শাহরুখ খানের জওয়ানের রেকর্ড গুঁড়িয়ে দিলেন শ্রদ্ধা-রাজকুমাররা।
প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস নিশ্চিত করেছে যে ছবিটি ভারতে 'সর্বকালের এক নম্বর হিন্দি ছবি' হয়ে উঠেছে। বুধবার এক্স-এ নিয়ে গিয়ে ছবির একটি পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে স্পষ্ট ছবিটি শাহরুখ খানের 'জওয়ান' ছবির হিন্দি ভার্সনের লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেছে।
পোস্টারে লেখা ছিল, ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা এক নম্বর হিন্দি ছবি!’ ক্যাপশনে লেখা, ‘ওহ স্ত্রী হ্যায় অউর উসনে আখির কর দিখায়া... হিন্দুস্তান কি সব সে সর্বশ্রেষ্ঠ (তিনি স্ত্রী এবং তিনি অবশেষে করে দেখালেন করেছেন ... ভারতের সর্বকালের এক নম্বর হিন্দি ছবি)’।
এখনও সফলভাবে সিনেমাহলে চলছে স্ত্রী ২। সুতরাং ছবির আয়ের অঙ্ক আরও বাড়বে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের 'স্ত্রী ২' ভারতীয় বক্স অফিসে ৫৮৬ কোটি টাকা আয় করেছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে খবরটি নিশ্চিত করেছেন। ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘স্ত্রী টু ইতিহাস গড়ল... সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে... জওয়ানের আয়কে ছাপিয়ে গেলয। পরবর্তী ধাপ ৬০০ কোটির ক্লাব। শুক্র ৩.৬০ কোটি, শনি ৫.৫৫ কোটি, রবি ৬.৮৫ কোটি, সোম ৩.১৭ কোটি, মঙ্গল ২.৬৫ কোটি। মোট: ৫৮৬ কোটি টাকা’। প্রথম হিন্দি ছবি হিসাবে হয়ত খুব শীঘ্রই ৬০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে এই ছবি।
জওয়ানের আয়
Sacnilk.com অনুযায়ী, ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষার জন্য জওয়ানের নেট কালেকশন ৬৪০.২৫ কোটি টাকা। হিন্দিতে, ভারতে এর লাইফটাইম সংগ্রহ ৫৮২.৩১ কোটি টাকা।
জওয়ান (২০২৩) অ্যাটলি পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল। শাহরুখের কেরিয়ারের সবচেয়ে বড় হিট এই ছবি। ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দেখা মিলেছে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রার মতো অভিনেতাদের।
অন্যদিকে কৌশিক পরিচালিত 'স্ত্রী ২'-এ বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমারের ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল স্ত্রী, ছবির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা।