ছোট পর্দার অতি চেনা মুখ হলেন শ্রীমা ভট্টাচার্য। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার মাধ্যমে তিনি তুমুল খ্যাতি এবং জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনিই কিনা জালিয়াতির শিকার হলেন! তাঁর নাম করে টাকা হাতাচ্ছে জালিয়াতরা। আর সেই খবর জানতে পেরেই কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ধর্মকে দুষে কঙ্গনা বললেন, 'ইসলামিক রাষ্ট্রেই এসব হয়...'
কী জানিয়েছেন শ্রীমা?
আজকাল এই ডিজিটাল যুগে হামেশাই সাইবার ফ্রডের ঘটনা ঘটে থাকছে। বিভিন্ন উপায় মানুষদের ঠকাচ্ছে জালিয়াতরা। এবার একেবারে নতুন উপায়ে অভিনেত্রীর নাম করে টাকা হাতাতে দেখা গেল কিছু মানুষকে। এদিন ইনস্টাগ্রামে শ্রীমা একাধিক স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কেউ বা কারা নিজেকে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বলে পরিচয় দিয়ে জানাচ্ছেন যে তাঁর এক পোষ্য মারা গিয়েছে। আর এক পোষ্যের জন্য সঙ্গী চাই। যার সঙ্গে তিনি ছবি তুলবেন এবং পোস্ট করবেন। এতে সেই ব্যক্তির কুকুরের প্রচার হবে। কিন্তু তার জন্য টাকা লাগবে।
এই ছবিগুলো শেয়ার করে শ্রীমা জানান এটা সম্পূর্ণ ভুল খবর। কারণ তাঁর দুই পোষ্য কোকো আর জুলি দুজনেই সম্পূর্ণ সুস্থ আছে। তিনি তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'নতুন জালিয়াতি ! দয়া করে প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন, কোকো ,জুলি দুজনেই সুস্থ আছে ভালো আছে।'
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার স্ক্রিনশটে যে ভুল ইংরেজি বানান আছে সেগুলো ধরিয়ে দিয়েছেন। টলিউডের একাধিক খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরাও এই পোস্টে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত শ্রীমা ভট্টাচার্যকে বর্তমানে বসু পরিবার ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। এই ধারাবাহিকটি সান বাংলায় সম্প্রচারিত হয়। তাঁর বিপরীতে সেখানে আছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।