কিছু মাস আগে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। প্রায় দুই বছর ধরে চলা এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীমা ভট্টাচার্যকে। সেখানে তিনি দ্যুতির চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার সেই ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাস পর নতুন রূপে নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন শ্রীমা। তাঁর সঙ্গে এই ধারাবাহিকে দেখা যাবে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
নতুন ধারাবাহিকে শ্রীমা এবং সৌরজিৎ
সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাতারা ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেছিলেন। সেখানে তিনি আকাশনীলের চরিত্রে নজর কেড়েছিলেন। তাঁর বিপরীতে ছিলেন অন্বেষা হাজরা। এবার সেই ধারাবাহিকের পর নতুন কাজের জন্য প্রস্তুত তিনি।
আরও পড়ুন: শুভর কণ্ঠে রফির গানে মেতে উঠল সুপারস্টার সিঙ্গারের মঞ্চ, মুগ্ধ নেহা সহ মেন্টররা কী করলেন?
জানা গিয়েছে সান বাংলায় নতুন মেগা আসছে। বসু পরিবার ধারাবাহিকে পরিচারিকার চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে। আর এই পরিবারের ছেলের চরিত্রে থাকবেন সৌরজিৎ। এটি একটি আদ্যোপান্ত পারিবারিক সিরিয়াল হতে চলেছে বলেই জানা গিয়েছে। সান বাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে এই মেগা।
নতুন কাজ নিয়ে কী জানালেন শ্রীমা?
বসু পরিবার ধারাবাহিকে ফেরার আগে এই নতুন প্রজেক্ট প্রসঙ্গে শ্রীমা ভট্টাচার্য আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'গাঁটছড়ার পর আবার সিরিয়াল নিয়ে ফিরলাম। এবারের চরিত্রটি আমার কাছে একেবারেই নতুন। চ্যালেঞ্জের। তবে এই ধারাবাহিকের গল্প নারীকেন্দ্রিক নয়। কিন্তু আমার চরিত্রে একাধিক শেড থাকবে।'