টলিউডে কান পাতলে হামেশাই ব্রেকআপ থেকে প্যাচ আপ, নতুন সম্পর্ক সব কিছুর কথাই কানে আসে। এখন আবার বাংলা টেলি পাড়ার অন্দরের জোর খবর ‘কে আপন কে পর’ খ্যাত ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের প্রেমে মজেছেন ‘গাঁটছড়া’র দ্যুতি, ওরফে শ্রীমা ভট্টাচার্য। আজকাল দুজনে আর কোনও রাখঢাক না করেই হামেশাই লাবিডাবি রিলস বানাচ্ছেন। তাঁদের এই রোম্যান্টিক রিলসে মজেন ভক্তরাও। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। কিন্তু রিলস দেখে কারও আর কিছুই বুঝতে বাকি নেই!
এই তো সদ্যই ইন্দ্রনীল তাঁর জন্য অরিজিতের 'আপনা বানালে' গানটি গাইলেন। থুড়ি দুজনে রিল বানালেন। গোধূলি বেলায় দুজনকে ছাদে বেশ জমিয়ে নাচের মাধ্যমে প্রেম করতে দেখা গেল। ইন্দ্রনীলের বাহুডোরে আবদ্ধ থাকলেন তিনি। দুজনকেই টিশার্ট আর জিন্স পরে থাকতে দেখা যায় এদিন।
এই ভিডিয়ো পোস্ট করে শ্রীমা লেখেন, 'সূর্যাস্ত, রবিবার এবং আমরা।' সঙ্গে ইনফিনিটি এবং হৃদয়ের ইমোজি পোস্ট করেও ভোলেন না তিনি। আর এখান থেকেই বাকিটা বেশ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। মুখে না বললেও পোস্ট সবই বলে দিল!
বিশেষ বান্ধবীর পোস্টে কমেন্ট করতে ভোলেননি ইন্দ্রনীল। তিনিও একটা দুটো নয়, তিনটি রক্তিম হৃদয়ের ইমোজি পোস্ট করেন।
প্রসঙ্গত এর আগে গৌরব রায় চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন শ্রীমা। ২০২০ সালে সেই সম্পর্ককে সবার সামনে স্বীকৃতিও দেন। কিন্তু বছর পেরোতে না পেরোতেই ভাঙন ধরে সেই সম্পর্কে। এরপরই ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে শ্রীমার নাম জুড়ে যায়। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। কিছুদিন যেতেই একে অন্যকে ইনস্টাগ্রামে আনফলো করেন। মুছে দেন সমস্ত ছবিও। তাই আপাতত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে যে কিছুই চাপা থাকে না!
যদিও দুজনেই কদিন আগে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে তাঁরা কেবলই বন্ধু। আর ভালো বন্ধু হলেই যে প্রেম করতে হবে এমনটা নয়।