রবিবার দিদি নম্বর ওয়ানে বসেছিল চাঁদের হাট! রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন সব সেলিব্রিটি দিদিরা। শ্রীমা ভট্টাচার্য, আভেরি সিংহ রায়, ঐন্দ্রিলা, প্রমুখ ছিলেন। আর এখানে এসেই এদিন গাঁটছড়া ধারাবাহিকের দ্যুতি জানালেন তাঁর জীবনের প্রেম নিয়ে।
দিদি নম্বর ওয়ানে শ্রীমা ভট্টাচার্য
রবিবার দিদি নম্বর ওয়ানে সকল অভিনেত্রীরা তাঁদের ভাই বা বন্ধুদের নিয়ে খেলতে এসেছিলেন। শ্রীমা ভট্টাচার্য তাঁর ছোটবেলার বন্ধুর সঙ্গে এদিন দিদির মঞ্চে আসেন। এসেই জানান তিনি যখন স্কুলে পড়তেন তখন প্রথম দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন। জিতেওছিলেন সেই পর্বটি। সেই অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী বলেন, 'আমি তো ট্রফি জিতে পরদিন আনন্দ করে স্কুলে সেটা নিয়ে গিয়েছি টিচারদের দেখাব বলে। ওমা গিয়ে প্রশংসা শোনার আগে বোকা খেয়েছিলাম।' কিন্তু কেন! সেই বিষয়ে শ্রীমা বলেন, 'আসলে আমরা মানে আমি আর আমার বন্ধুরা মিলে সেই ম্যামের নামে ভুলভাল কথা বলেছিলাম যা উনি শুনেছিলেন। আর যেহেতু আমি প্রিফেক্ট ছিলাম তাই উনি আমার মুখটাই মনে রেখে বকা দিয়েছিলেন।' তিনি আরও জানান তাঁর এত ছেলে বন্ধু ছিল যে কেউ তাঁকে প্রপোজ করলেই তিনি তাঁকে সেই বন্ধুদের দিয়ে ভয় দেখাতেন।
আরও পড়ুন: প্রেমের সপ্তাহেই টুকটুকে লাল বেনারসি পরে ছাদনাতলায়! বিয়ে করলেন সারেগামাপার সমদীপ্তা
আরও পড়ুন: 'কী দারুণ একটা ভাইব!' ফের ট্রিঙ্কাসে ঊষা উথুপ! পদ্মভূষণ প্রাপকের সঙ্গে গলা মেলালেন অতিথিরাও
কিন্তু বর্তমানে কি প্রেম করছেন শ্রীমা?
এই প্রশ্ন দিদি নম্বর ওয়ানে শুনেই রীতিমত লজ্জায় লাল হয়ে ওঠেন শ্রীমা। তাঁর বন্ধু বলেন এই বিষয়ে কথা বললে কপালে দুঃখ আছে, কারণ তাঁকে অভিনেত্রীর সঙ্গেই ফিরতে হবে। তাই তিনি সাফ সাফ জানিয়ে দেন, 'সব খবর বলা যাবে না।' কিন্তু তাঁরা কেউ কিছু না বললেও রচনা বন্দ্যোপাধ্যায় নিজে আভাস দিয়ে বলেন, 'সে কিন্তু এখানে এসেছিল খেলতে। মায়ের সঙ্গে এসে খেলে গেছে।'
প্রসঙ্গত কানাঘুষোয় শোনা যাচ্ছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। তাঁদের হামেশাই একসঙ্গে রিল বানাতে দেখা যায়। কিন্তু তাঁরা এখনও আনুষ্ঠানিক ভাবে নিজেদের সম্পর্কের কথা কিছু জানাননি। তবে এদিন খেলতে এসে জানান বিয়ের আগে তাঁর এখনও কিছুটা সময় প্রয়োজন। সেটা শুনে রচনা বলেন 'আর কদিন, যখন প্রথম এসেছিলি তখন তো টুয়েলভে পড়িস, এখনও তাই?'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।