সদ্যই জন্মদিন গেল শ্রেয়া ঘোষালের। ১২ মার্চ ৪১ বছরে পা দিলেন গায়িকা। আর এই বিশেষ দিনটি তিনি ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে হইহই করে উদযাপন করলেন। সেটারই কিছু ঝলক এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন। চমক হিসেবে পেয়েছিলেন কোন উপহার?
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২' -র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার জন্মদিন পালন
এদিন শ্রেয়া যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি ঘরে একটি রাত পোশাক পরে নো মেকআপ লুকে রয়েছেন। তিনি দরজা খুলতেই সবাই শুভ জন্মদিন বলে চেঁচিয়ে ওঠে। তারপর দেখা যায় তাঁর জন্য একটি জায়গা পুরো বেলুন, ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। সেটা দেখে গায়িকা বলে ওঠেন, 'হে ঈশ্বর! এসব কী!'
তারপরই দেখা যায় গায়িকা শ্যুটিংয়ের জন্য রেডি হয়ে চলে এসেছেন। তার আগে কেক কাটবেন। তাঁকে বলতে শোনা যায়, 'নিজেকে ৫ বছর বয়সী বাচ্চা লাগছে। আমার কেক কই নিয়ে আসো।' শ্রেয়াকে এদিন রীতিমত বেলুন, ইত্যাদি নিয়ে বরণ করে ইন্ডিয়ান আইডলের সেটে ঢোকানো হয়। পাশে থাকেন মানসী, প্রিয়াংশু, সহ বিশাল দাদলানি, বাদশারাও। আদিত্য নারায়ণ, বাদশাকে জড়িয়ে ধরেন গায়িকা।
তারপরই ইন্ডিয়ান আইডলের শ্যুটিং চলাকালীন পান আসল চমক। তাঁর মাকে নিয়ে আসা হয় গিফট হিসেবে। আর তাতেই আবেগঘন হয়ে যান শ্রেয়া। ফলে এই বিশেষ দিনটি যে তিনি দারুণ হইহই করে কাটিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
এই ভিডিয়ো পোস্ট করে এদিন শ্রেয়া লেখেন, 'আমার জন্মদিনে ইন্ডিয়ান আইডলের সেটে একগুচ্ছ চমক পেলাম। আমার চোখ দুটো আনন্দের কান্নায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমার সত্যিই নিজেকে ৫ বছরের বাচ্চা মেয়ে মনে হচ্ছিল, বিশেষ করে যখন আমার বাবা মাকে সেটে দেখলাম। গোটা জীবন যেন এক ঝটকায় চোখের সামনে খেলে গেল। ঈশ্বর আমার প্রতি সদয়।'
তাঁর এই পোস্টে মহালক্ষ্মী আইয়ার, শিল্পা রাও সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর একাধিক প্রতিযোগীরাও তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন।