আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পুষ্পা ২। আল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টার ছবিটির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। তার ঠিক আগেই এই ছবির হিট গান সামি সামিতে নেচে তাক লাগালেন শ্রেয়া ঘোষাল। গানটিও তাঁরই গাওয়া। তবে এবার সেই গানের ছন্দে তাঁকে নাচতেও দেখা গেল।
আরও পড়ুন: 'অনিশ্চয়তা থেকে শিল্পী হওয়ার সফর', ২০ বছর পুরোনো ভিডিয়ো পোস্ট কৌশিকীর! মুগ্ধ নেটপাড়া বলছে 'জন্মগত শিল্পী'
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুষ্পা ২ ছবিটির হিট গান সামি সামির ভিডিয়োর শুরুতে যেভাবে রশ্মিকা মন্দানা নেচেছেন সেটাকেই অনুকরণ করে এক্সপ্রেশন দিয়ে নাচ করছেন শ্রেয়া। তাঁর সঙ্গে আছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। তাঁরা দুজন মিলে গানটির হুক স্টেপ করছেন হাত দুলিয়ে।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে একটি ইনস্টাগ্রাম চ্যানেলের তরফে জানানো হয় সামি সামি গানটির নেপথ্যে যাঁদের গলা এবং কোরিওগ্রাফি রয়েছে। শ্রেয়া ঘোষাল এবং গণেশ আচার্য নিজেদের স্টাইলে নাচছেন পুষ্পা ২ এর আইকনিক গানটি।
বলাই বাহুল্য শ্রেয়ার এই রূপ দেখে অভিভূত হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'শ্রেয়া তো এক্সপ্রেশন আর নাচে রশ্মিকাকেও হার মানাল!' আরেকজন লেখেন, 'শ্রেয়া ম্যাম এত ভালো নাচ করেন জানতাম না তো!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পুরো আগুন ঝরানো পারফরমেন্স।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এবার বুঝলাম সামির এই সোয়াগের পিছনের ব্যক্তিটি কে। দারুণ স্টেপ গণেশ আচার্য।'
আরও পড়ুন: 'পতাকার চেয়ে ভালোবাসা বড়' বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা হতেই BSF -এর গুলিতে নিহত ফেলানির প্রসঙ্গ টেনে 'খোঁচা' কবীরের
প্রসঙ্গত শ্রেয়া ঘোষালকে এখন নিয়মটি সোনি চ্যানেলে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর বিচারক হিসেবে। তাঁর সঙ্গে আছেন বিশাল দাদলানি এবং বাদশা।