বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreya Ghoshal: ছেলে হওয়ার পর স্বামীর সঙ্গে প্রথম করলেন এই কাজ! নিজের মুখেই জানালেন শ্রেয়া ঘোষাল

Shreya Ghoshal: ছেলে হওয়ার পর স্বামীর সঙ্গে প্রথম করলেন এই কাজ! নিজের মুখেই জানালেন শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য। (ছবি-ইনস্টাগ্রাম)

মে মাসে ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শ্রেয়া নিজে। শখ করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়।

মা হওয়ার পর এটাই প্রথম পুজো শ্রেয়া ঘোষালের। যদিও আপাতত কলকাতা থেকে দূরে মুম্বইতে রয়েছেন শ্রেয়া। এখন তাঁর বেশিরভাগটা সময় কাটছে ছেলেকে ঘিরে। ছেলের সঙ্গে ফোটো আর ভিডিও শেয়ার করতে দেখা যায় এই বাঙালি গায়িকাকে। এবার কী ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়! তাও আবার স্বামী শিলাদিত্য-র সঙ্গে। 

মে মাসে ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শ্রেয়া নিজে। শখ করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। সেই সময় শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর ওকে প্রথমবার দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।’

ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন শ্রেয়া সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে শিলাদিত্যর সঙ্গে এসেছেন ক্যান্ডেল নাইট ডিনারে। পাশাপাশি বসে আছেন এই জুটি। সামনে জ্বলছে মোমবাতি। ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘ডেট নাইট… প্যানডেমিক শুরু হওয়ার পর প্রথমবার, সঙ্গে নতুন মা-বাবা হওয়ার পরও প্রথমবার’! সঙ্গে রেড হার্ট ইমোজি শেয়ার করেছেন নায়িকা।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। আচমকাই নিজেদের বিয়ের ফটো সকলের সামনে এনে অনুরাগীদের সারপ্রাইজ দেন শ্রেয়া। তারপর ২০২১-এ দেন মা হওয়ার খবর। সেই সময় শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছিলেন, 'বেবি শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। তোমাদের সবার ভালোবাসার আর আর্শীবাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।'

বন্ধ করুন