শ্রেয়া ঘোষাল বরাবর তাঁর গান থেকে আচরণ, কথায় মুগ্ধ করেছেন তাঁর অনুরাগীদের। কিন্তু এদিন তিনি যা করলেন সেটা দেখে রীতিমত অভিভূত তাঁর অনুরাগীরা। কী করেছেন গায়িকা? এদিন তিনি তাঁর এক অনুরাগীর সঙ্গে দেখা করেন। এমনকি খেতেও যান তাঁর সঙ্গে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের টপ ৮-এ ৪ বাঙালি! করণের উপস্থিতিতে সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা পাকা করলেন কারা?
অনুরাগীর সঙ্গে ডেটে শ্রেয়া
এদিন শ্রেয়া ঘোষাল যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে গায়িকা তাঁর এক অনুরাগীর সঙ্গে দেখা করছেন। সেই অনুরাগী গাড়িতে যেতে যেতে বলছেন তিনি সবসময় চেয়েছেন রাজস্থানে বেড়ে ওঠা শ্রেয়াকে নিয়ে এই রেস্তোরাঁয় খেতে যেতে যাতে তিনি ছোটবেলার সেই চেনা স্বাদগুলো ফিরে পান। এরপর ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁরা সেই রেস্তোরাঁয় যান যেখানে রাজস্থানের স্থানীয়রা যেভাবে খাবার বানান সেভাবেই খাবার বানানো হচ্ছে। ওখানে গিয়ে তাঁরা বেশ কিছু অথেনটিক ডিশ যেমন ডাল, বাটি চুরমা, ইত্যাদি খান।
এই ভিডিয়ো শেয়ার করে এদিন শ্রেয়া ঘোষাল লেখেন, 'একটা সারপ্রাইজ ফ্যান মিট করলাম। আর জয়পুরের সেই দুর্দান্ত স্বাদ পেলাম। ধন্যবাদ কণিকা, আমাদের শ্রেয়া ঘোষাল ট্রাইবের অন্যতম OG ফ্যান।' তিনি এদিন আরও লেখেন, 'তুমি আমাদের একটা দুর্দান্ত অথেনটিক জায়গায় নিয়ে গেছ আর দারুণ সব আইটেম অর্ডার করেছিলে। আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম ডাল বাটি চুরমার প্রথম গ্রাস খেয়েই। আসলে স্বাদ অনেক কিছু মনে করিয়ে দেয়।'
গায়িকা এদিন জানান তাঁরা ডাল বাটি চুরমা ছাড়াও বাজরার রুটি, গাট্টে কী সবজি, কের সাংরি, ইত্যাদি খেয়েছেন। যে অনুরাগীর সঙ্গে এদিন দেখা করেছিলেন তিনি মন্তব্য করেছেন এই পোস্টে। কণিকা লেখেন, 'আমার ৩৬৫ দিন সময় লাগবে এটা বিশ্বাস করতে যে ব্যাপারটা সত্যিই ঘটেছে।'
আরও অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। জানিয়েছেন তাঁরাও চান শ্রেয়া তাঁদের শহরে আসুন, তাঁরা ঘুরিয়ে দেখাবেন, মোলাকাত করবেন পছন্দের গায়িকার সঙ্গে।
আরও পড়ুন: অরিজিতের সঙ্গে গান গাওয়ার আগে হাউহাউ করে কান্না! কী হল নীতি মোহনের?
আরও পড়ুন: 'জগদ্ধাত্রী’কে বিদায় এই গুরুত্বপূর্ণ সদস্যের! কে ছেড়ে গেলেন 'জ্যাস সান্যাল'দের হাত?
প্রসঙ্গত শ্রেয়া ঘোষালকে বর্তমানে দর্শকরা ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে দেখছেন বিচারক হিসেবে। তাঁর সঙ্গে সেখানে আছেন বিশাল দাদলানি এবং বাদশা। প্রায় শেষের পথে এই রিয়েলিটি শো।