পরিচালক বিধু বিনোদ চোপড়া তাঁর আসন্ন ডকু ড্রামা ‘জিরো সে রিস্টার্ট’-এর প্রচারে ব্যস্ত। যে তথ্যচিত্রে বিধুবিনোদ চোপড়া তাঁর 'টুয়েলভ ফেল' ছবি তৈরির গল্পও বলেছেন। গত বছর তাঁর এই ছবি ছিল ব্লকবাস্টার। সম্প্রতি সেই তথ্যচিত্রের প্রচারমূলক একটা অনুষ্ঠানে দেখা যায় বিধু বিনোদ চোপড়াকে। যেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল ও শান। সেখানেই পরিচালকের কিছু কথায় হতবাক হয়ে যান শান ও শ্রেয়া।
মঞ্চে গালিগালাজ দিয়ে বসেন বিধু বিনোদ চোপড়া
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়ো তো দেখা যাচ্ছে, বিধু বিনোদ চোপড়া বলছেন, ফির ম্যায় বোল হি দেতা হুঁ ফিল্মোঁ মে ভি ম্যায়নে বহুত গালি দি হ্যায়। ম্যায়নে কাহা বি ****, তু মেরে টেরেস পে বৈঠ কর ইসকো সিম্পলিফাই কর রাহা হ্যায়। তু প্রডিউসর হ্যায় কি ম্যায় প্রডিউসর হুঁ। ম্যায় বোলা প্রোডিউসার কৌন হ্যায় বি*****, পয়সা কিসকা ওয়েস্ট হোগা, তেরা কি মেরা (আমি বলেই ফেলি, আমি ছবিতেও অনেক গালি দিয়েছি। আমি বললাম, তুমি আমার ছাদে বসে আমার ছবি নিয়ে কথা বলছো। প্রযোজক কে, আপনি নাকি আমি? নষ্ট হলে কার টাকা নষ্ট হবে, তোমার না আমার!)
আরও পড়ুন-‘রাজার অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে!’ হঠাৎ কেন এমন বলছেন মধুবনী! কী আবার ঘটল?
ঘটনাস্থলে বিধু বিনোদ চোপড়া গালিগালাজ করার পরেই অপ্রস্তুত হয়ে যান শ্রেয়া। সেটা তাঁর চোখে মুখেই স্পষ্ট ছিল অন্যদিকে শান প্রথমে হেসে ফেলেন। পরে তিনিও মুখ ঢেকে পাশে সরে যান। অপরদিকে দর্শকদের তখন হাততালি দিতে ও উল্লাস করতে দেখা যাচ্ছে। বিধু বিনোদ চোপড়ার এই ভিডিয়োটি শেয়ার করেছেন স্বঘোষিত ফিল্ম সমালোচক KRK। দেখুন, প্রযোজক বিধু বিনোদ চোপড়া কীভাবে মিডিয়ার সামনে গালাগালি দিচ্ছেন!
প্রসঙ্গত বিধু বিনোদ চোপড়া শেষ ‘টুয়েলভতম ফেল’ মাত্র ২০ কোটির ছবি হয়ে বিশ্বব্যাপী ৭০ কোটি টাকা আয় করেছে।