বাংলা নিউজ > বায়োস্কোপ > দেখতে দেখতে ১১ মাস বয়স হল শ্রেয়া পুত্রের, দেবয়ানের এই ছবিগুলি দেখেছেন?

দেখতে দেখতে ১১ মাস বয়স হল শ্রেয়া পুত্রের, দেবয়ানের এই ছবিগুলি দেখেছেন?

ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন মা শ্রেয়া ঘোষাল

ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন মা শ্রেয়া ঘোষাল। ভাইরাল ছবি-

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা গলার জাদুতে মুগ্ধ অগণিত শ্রোতা। টলিউড থেকে বলিউড, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া।

গত বছর মা হয়েছেন অভিনেত্রী। দেখতে দেখতে শ্রেয়া পুত্রের বয়স ১১ মাস হতে চলল। আদর করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। একরত্তি আসার পরই পালটে গিয়েছে শ্রেয়া-শিলাদিত্যর জীবন। পেশায় ব্যবসায়ী শ্রেয়ার স্বামী শিলাদিত্য। ছেলেকে নিয়েই বেশির ভাগ সময় কাটে তাঁদের।

মাস কয়েক আগেই একরত্তি দেবায়নের অন্নপ্রাশন হয়েছিল। একটু একটু করে বেড়ে উঠছে একরত্তি। ছেলের ১১ মাস বয়সের একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া। ফুলহাতা শার্ট এবং প্যান্ট পরে, মাথায় টুপি পরে খিল খিল করে হাসছে একরত্তি। ছবি শেয়ার করে শ্রেয়া লিখেছেন, ‘আমাদের মাঞ্চকিন খুব দ্রুত বেড়ে উঠছে! ১১ মাস বয়স হয়েছে।’

একরত্তির ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল একরত্তির এই মিষ্টি ছবি। এই কিছুদিন আগেও ছেলের ছয় মাসের জন্মদিন উপলক্ষে পোস্ট করেছিলেন গায়িকা।

বন্ধ করুন