শ্রেয়া ঘোষালের ছেলের জন্মদিন আজ। তাঁর এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে দেবায়ন এদিন তিন বছরে পা দিল। ছেলেকে জন্মদিনের জানিয়ে বিশেষ একটি বার্তা লিখলেন গায়িকা। একই সঙ্গে এদিন তাঁদের পরিবারের একাধিক ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
ছেলেকে নিয়ে কী লিখলেন শ্রেয়া?
শ্রেয়া ঘোষাল এদিন ছেলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে শ্রেয়া, শিলাদিত্য এবং দেবায়ন একসঙ্গে বসে আছেন। শ্রেয়ার পরনে একটি লাল রঙের শাড়ি। শিলাদিত্য ছেলের সঙ্গে ম্যাচিং পোশাক পরে আছেন ছবিতে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শিলাদিত্য দেবায়নকে চুমু খাচ্ছেন। আর শ্রেয়া ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
আরও পড়ুন: প্রবল গরমে হিট স্ট্রোক শাহরুখের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এখন কেমন আছেন?
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
এই ছবিগুলো পোস্ট করে শ্রেয়া ঘোষাল লেখেন, ' শুভ জন্মদিন আমাদের ছোট্ট দেবায়ন। সময় কত দ্রুত কেটে যাচ্ছে। দেখতে দেখতে তোমার ৩ বছর হয়ে গেল। ভালো থেকো সোনা। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। ভালোবাসা দিয়ে মনকে ভরিয়ে তোলার জন্য তোমার কাছে কৃতজ্ঞ আমরা।'
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
কে কী বলছেন?
অনেকেই শ্রেয়ার এই পোস্টে মন্তব্য করেছেন। তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা দেবায়নকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরই এই পোস্টের মাধ্যমে। বিশাল দাদলানি লেখেন, 'শুভ জন্মদিন জানিও ওকে। খুব ভালো থেকো তোমরা।' বিপাশা বসু লেখেন, 'শুভ জন্মদিন দেবায়ন।' দিয়া মির্জা, মন্দিরা বেদী, সৈয়ামী খের, প্রমুখও শুভেচ্ছা জানিয়েছেন দেবায়নকে।