বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreyas Talpade, Alok Nath: শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, কী ঘটেছে?

Shreyas Talpade, Alok Nath: শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, কী ঘটেছে?

শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথ

অভিযোগকারীর অভিযোগ, এজেন্ট ইনসেনটিভ বন্ধ করে দেওয়া হয়, টাকা দিতেও দেরি করা হয়। অফিসে তালা লাগানোর পর মিথ্যা আশ্বাস দিয়ে সোসাইটি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে।

বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ। দায়ের হওয়া এই অভিযোগে নাম রয়েছে মোট ১৩ জনের। ২২ জানুয়ারি হরিয়ানার মুরথাল থানায় FIR দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩১৬(২), ৩১৮(২) এবং ৩১৮(৪) ধারায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সম্পত্তি সংক্রান্ত প্রতারণামূলক হস্তান্তরের অভিযোগে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যেখানে নাম রয়েছে এই দুই অভিনেতারও।

মুরথালের অতিরিক্ত পুলিশ কমিশনার অজিত সিং এবিষয়ে বলেন, ‘মূল অভিযোগ একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থা লোকজনকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে। তবে সেই অভিযোগে নাম রয়েছে শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের।' মুরথালের ACP অজিত সিং জানিয়েছেন, 'এক্ষেত্রে শ্রেয়স তালপাড়ে ও অলোক নাথের ভূমিকাও তদন্ত করে দেখা হবে।’

হরিয়ানার সোনিপতের বাসিন্দা বিপুল অ্যান্টিল অভিযোগ করেছেন যে মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট, ২০০২-এর অধীনে ইন্দোরে নথিভুক্ত হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর থেকে হরিয়ানা সহ একাধিক রাজ্যে কাজ করছে। অভিযোগ, সংস্থাটি উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সোসাইটি ফিক্সড ডিপোজিট (এফডি) এবং রেকারিং ডিপোজিট (আরডি) স্কিম চালু করেছে। তবে এটা একটা মাল্টি লেভেল মার্কেটিং মডেল ব্যবহার করে পরিচালিত হয়েছিল। সেখানে অতিরিক্ত বিনিয়োগকারী আনার জন্য এজেন্টদের লোভনীয় প্রণোদনা (ইনসেনটিভ) প্রদান করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ, বিনিয়োগকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের তহবিল সুরক্ষিত, স্কিম ম্যাচিওর হলেইও টাকা দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-কঙ্গনার 'ইমার্জেন্সি'তে বঙ্গবন্ধুর চরিত্রে ঋষি কৌশিক, কী বললেন অভিনেতা?

বিপুল অ্যান্টিল আরও বলেন, এই সোসাইটির মূল কেন্দ্র হরিয়ানায় মহেন্দ্রগড়ে অবস্থিত। তবে বিনিয়োগকারীদের অর্থ জমা দেওয়ার জন্য এটি রাজ্য জুড়ে ২৫০ টিরও বেশি পরিষেবা কেন্দ্র চালায়। এছাড়াও কিছু শহরে, সোসাইটি অ্যাম্বুলেন্স ইউনিট এবং মোবাইল ATM ভ্যানের মতো পরিষেবা সরবরাহ করত। তাঁর অভিযোগ, 'প্রশিক্ষণ' কর্মসূচির নামে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অভিজাত হোটেলগুলোতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হত।

তবে এই সোসাইটি এখন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ দায়ের হয়েছে।  অ্যান্টিল বলেন, 'প্রথমত, এজেন্টদের ইনসেনটিভ বন্ধ করা হয়। তখন বিনিয়োগকারীদের ম্যাচিওরিটির টাকা পরিশোধেও বিলম্ব হতে শুরু করে। এরপরই মালিকরা ফোন বন্ধ করে দেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।  বিনিয়োগকারী ও এজেন্টরা যখন সমাজের যঙ্গে যুক্তি এমন ব্যক্তিদের কাছে পৌঁছান, তখন তাঁদেরও মিথ্যা আশ্বাস দেওয়া হয়।

অভিযোগকারী বিপুল অ্যান্টিল ফোনে ‘দ্য প্রিন্ট’কে জানিয়েছেন যে তিনি সোসাইটিতে এফডি হিসাবে ৩৩ লক্ষ টাকা জমা দিয়েছিলেন, অন্যদিকে তাঁর ভাই অমিত, যিনি একটি 'সুবিধা কেন্দ্র' পরিচালনা করেছিলেন, তিনি বিনিয়োগকারীদের তহবিলের ৪ কোটি টাকারও বেশি জমা দিয়েছিলেন, মূলত পরিবার এবং বর্ধিত পরিবারের সদস্যদের কাছ থেকে এই টাকা তোলা হয়। এদিকে ইতিমধ্য়েই আত্মীয়স্বজনরা এখন তাঁদের টাকা ফেরত চাইছেন।

বায়োস্কোপ খবর

Latest News

WPL-এ সর্বোচ্চ রান চেজের তালিকা, সবার ওপরে RCB প্রেম দিবসে খুলে গেল কঙ্গনার পাহাড়ি রেস্তোরাঁ, সেজেগুজে হাজির 'কুইন' বাংলাদেশকে নিয়ে ‘বিতর্কিত’ প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়! কোথায় 'গলদ'? ‘নিজের ওপর আস্থা হারাননি রোহিত! জানত একটা ইনিংসই যথেষ্ট’! বললেন শার্দুল বিশ্বভারতীতে বসন্ত উত্‍সব নিয়ে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এবারও প্রবেশে কড়াকড়ি গালে যেন সপাটে 'চড়'… ট্রাম্প-মোদী বৈঠকে তেলে-বেগুনে জ্বলল ভারতের প্রতিবেশী 'দ্য ডিপ্লোম্যাট'-এ নজরকাড়া জন আব্রাহাম! প্রকাশ্যে এল ট্রেলার শনির ঘরে সূর্য বুধের সংযোগ, ৪ রাশির শুরু সোনালি সময়, আসতে পারে নতুন চাকরির সুযোগ সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ ছবি হয় ভাইরাল, বিদেশিনীর সঙ্গে রোম্যান্সে মজে ৬২-র ললিত নদীর পাড়ে বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধারে আলোড়ন, খড়িবাড়ির ঘটনায় তদন্তে পুলিশ

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.