ফের একবার অল্লু অর্জুনের লিপে শোনা যাবে অভিনেতা শ্রেয়স তলপড়ের গলা। অর্থাৎ কথা বলবেন শ্রেয়স, ঠোঁট নাড়বেন অল্লু অর্জুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুষ্পা-১-এর পর, পুষ্পা-২তেও একই ঘটনা ঘটতে চলেছে। সম্প্রতি অর্জুনের পুষ্পা-২ অর্থাৎ 'পুষ্পা: দ্য রুল'-এর হিন্দি ভার্সনের ডাবিং শেষ করেছেন শ্রেয়স। তাঁর কথায় পুষ্পা-২ ডাবিং করতে গিয়ে তিনি নস্টালজিক হয়ে পড়েন, একই সঙ্গে কিছুটা নার্ভাসও ছিলেন তিনি।
শ্রেয়স বলেন, যখন পার্ট-১-এর যখন ডাবিং করি, তখনও ভাবিনি, ছবিটা এতটা হিট হতে চলেছে। যেভাবে প্রত্যাশা বেড়েছে, সেভাবে আমাদের দায়িত্বও বেড়েছে। জানতাম যে এবারেও আমাকে ভালো করে কাজ করতে হবে যাতে মানুষ সন্তুষ্ট হন। কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা ও পরিচালনায় 'ইমারজেন্সি' ছবিতে কাজ করার বিষয়েও কথা বলেন শ্রেয়স তলপেড়ে। বলিউডের 'কুইন'-এর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন?
শ্রেয়স তলপড়ে বলেন, ‘একজন পরিচালক হিসেবে কঙ্গনা আমাকে অবাক করেছেন। তিনি ভীষণই স্পষ্টভাবে এবং শান্ত মনে এত বড় মাপের ছবির পরিচালনা করেছেন। যেটা করা বেশ কঠিন, তবে তিনি সহজেই এই পরিচালনার দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি, আমি খুবই ভাগ্যবান যে একজন সহ-অভিনেতার পাশাপাশি একজন পরিচালক হিসেবে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি’।
আরও পড়ুন-‘ইন্দুবালা’র গান প্রথমে প্রযোজকদের পছন্দ হয়নি, বলেই দিয়েছিল চলবে না: অমিত
আরও পড়ুন-হুমকি আসে #MeToo-তে ফাঁসিয়ে দেব, ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম আর গান বানাব না: অমিত
শ্রেয়স তলপড়েকে 'ইমার্জেন্সি' ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র ভূমিকায় দেখা যাবে। শ্রেয়সের কথায় কঙ্গনার সঙ্গে কাজ করার সময় বেশ ভালো সময় কটেছে তাঁর। প্রসঙ্গত, 'ইমার্জেন্সি'-তে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। এই ছবিতে শ্রেয়স ছাড়াও রয়েছে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, অনুপম খেরের মতো অভিনেতারা। এখানে মহিমা চৌধুরীকে দেখা যাবে পুপুল জয়াকরের চরিত্রে, যিনি কিনা ছিলেন লেখিকা ও ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু। সেসময়ের বিপ্লবী নেতা জেপি নারায়ণের ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে। মিলিন্দ সোমনকে ভারত-পাকিস্তান যুদ্ধের সেনানায়ক ফিল্ম মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে দেখা যাবে।