বাংলা নিউজ > বায়োস্কোপ > মুক্তি পেল KKR তারকা প্রবীণ তাম্বের বায়োপিকের ট্রেলর, পরমব্রত কি খলনায়ক, দেখুন Video

মুক্তি পেল KKR তারকা প্রবীণ তাম্বের বায়োপিকের ট্রেলর, পরমব্রত কি খলনায়ক, দেখুন Video

ক্রিকেটার প্রবীণ তাম্বের বায়োপিকে মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রেয়স তলপেড়েকে।

প্রকাশ্যে এল লড়াকু ক্রিকেটার প্রবীণ তাম্বের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হওয়া বায়োপিকের ট্রেলার।

শত প্রতিকূলতা, বাধা ও সমাজের উপহাস সত্ত্বেও স্রেফ মনের ইচ্ছার জোরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেকে প্রমাণ করেছিলেন প্রবীণ তাম্বে। বৃহস্পতিবার সেই লড়াকু ক্রিকেটারের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হওয়া বায়োপিকের ট্রেলার এল সামনে। মুখ্যভূমিকায় রয়েছেন বলি-অভিনেতা শ্রেয়স তলপেড়ে।ছবির নাম ‘কৌন প্রবীণ তাম্বে?’ উল্লেখ্য, এর আগেও 'ইকবাল' ছবিতে এক ক্রিকেটারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হয়েছিলেন শ্রেয়স। ১৭ বছর পরে আবার এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

ফের যাক প্রবীণ তাম্বের কথায়। কে এই প্রবীণ তাম্বে? জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ না পেলেও ৪১ বছর বয়সে আইপিএলে খেলার সুযোগ পান প্রবীণ! যদিও ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল দেশের হয়ে জাতীয় দলে ব্যাট-বল হাতে বাইশ গজ কাঁপাবেন। কিন্তু সংসার, পরিস্থিতির চাপে তা হয়ে ওঠেনি। কিন্তু তবু আশা করেননি তিনি। পরিবারের অমতে লুকিয়ে চলত ক্রিকেট প্র্যাকটিস। এছাড়াও নিত্যদিনের সঙ্গী ছিল অভাব, পারিবারিক ঝুট ঝামেলা। এবং ছিল বিয়ে করার চাপ। তবে এত কিছু সত্বেও দমে যাননি প্রবীণ। ক্রিকেটই যে ছোট থেকে তাঁর ধ্যান জ্ঞান। রঞ্জি খেলার জন্য মাঠে পড়ে থাকতেন দিনের পর দিন। অবশেষে সুযোগ এল। ভারতীয় দলে সুযোগ না এলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ পেলেন ২২ গজে নামার সুযোগ। এবারেও অর্থাৎ ২০২২ এর আইপিএল-এও রাজস্থান রয়্যালস টিমের হয়ে খেলবেন প্রবীণ।

‘কৌন প্রবীণ তাম্বে?’ ছবির ট্রেলারে সবাইকে চমকে দিয়ে হাজির হয়েছেন ভারতীয় সিনিয়র দলের হেড কোচ তথা প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। সেখানেই তাঁর মুখে উঠে এল প্রবীণ তাম্বের কথা। পরিচয় করিয়ে দিলেন এই লড়াকু ক্রিকেটারের জীবনী পর্দায় ফুটিয়ে তোলা শ্রেয়স তলপেড়ের সঙ্গেও। উল্লেখ্য, শ্রেয়সের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জলি পাতিলরা। পরমব্রতকে এই ছবিতে দেখা যাবে খ্যাতনামা এক ক্রীড়া সাংবাদিকের ভূমিকায়। ১ এপ্রিল থেকে মোট ৩টি ভাষায়- হিন্দি, তামিল ও তেলুগুতে ‘হটস্টার প্লাস ডিজনি’তে দেখা যাবে এই সিনেমা।

জানিয়ে রাখা ভালো, ২০১৮ সালের আইপিএল নিলামে ৪৮ বছর বয়সি প্রবীণ তাম্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবে নিজের নাম লিখিয়ে ছিলেন। কিন্তু তাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়নি কারণ তিনি একই বছর শারজাহতে T10 লিগে অংশ নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র অবসরপ্রাপ্ত ভারতীয় খেলোয়াড়দের অন্য ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত T10 বা T20 গেমে খেলার অনুমতি দেয়। সেই বছর আইপিএল নিলামে কেকেআর তাম্বেকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। বর্তমানে, এই অভিজ্ঞ ক্রিকেটার কেকেআর এর সাপোর্ট স্টাফের ভূমিকায় কাজ করছেন।

 

বায়োস্কোপ খবর

Latest News

পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.