নানা ধরেনর বিতর্কের জালে জড়িয়ে আছেন ঐশ্বর্য রাই। এমনকী, তাঁর আশেপাশে থাকা মানুষদেরও রেহাই নেই। আপাতত যেন আলোচনায় রাই সুন্দরীর একমাত্র দাদার বউ শ্রীমা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীমাকে আক্রমণ করতে শুরু করে নেটিজেনরা। নানা অভিযোগ তোলা হয় তাঁর উপরে, বিশেষ করে শাশুড়ি বৃন্দা রাই ও ননদ ঐশ্বর্য রাইয়ের সঙ্গে কখনো ফোটো শেয়ার না করার।
তবে কমেন্ট সেকশনে জমা হওয়া নানা বিতর্কমূলক মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রীমা রাই। বিগত কয়কমাসে বৃন্দা রাইয়ের সঙ্গে কোনো ছবি শেয়ার ন করার কারণ ‘শাশুড়িমায়ের ক্যানসারে ভোগা’ বলেই উল্লেখ করলেন তিনি। ঐশ্বর্যর মায়ের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার কর শ্রীমা লিখলেন, ‘আমি যখন কাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে থাকতাম, তখন আমার সন্তানদের দেখভাল করার জন্য আমি আমার শাশুড়ির উপর বিশেষভাবে কৃতজ্ঞ। যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এটির সঙ্গে লড়াই করছিলেন, তখন আমি তাঁর খুব বেশি ছবি পোস্ট করা থেকে বিরত ছিলাম। কারণ তাঁকে দেখতে সেইসময় তাঁকে নিজের সেরাটা লাগছিল না এবং আমি তাঁর এই গোপনীয়তাকে সম্মান করি’। শাশুড়ির মাথায় একটি মুকুট ইমোজিও যোগ করেছেন তিনি।
আরও পড়ুন: একই ছেলের সঙ্গে প্রেম করেছেন ননদ-বউদি! আচমকা খান পরিবারের কোন সদস্যের পার্টিতে হাজিরা দিলেন মালাইকা
ঐশ্বর্য ২০২৩ সালে তাঁর জন্মদিনের দিন প্রকাশ করছিলেন, মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। অভিনেত্রীর বাবাও ২০১৭ সালে ক্যানসার আক্রান্ত হয়েই মারা গিয়েছেন।
এর আগে শ্রীমার সোশ্যাল পোস্টে একটি মন্তব্য জমা পড়ে, যেখানে জনৈক লিখেছিলেন, ‘আমি জানতামই না তুমি ঐশ্বর্য রাইয়ের বউদি। এই সর্বশেষ পোস্টটি না দেখা অবধি’। আর তাতে শ্রীমার জবাব ছিল, ‘তাই ভালো। আমি চাই তুমি আমার কারণেই আমাকে দেখো’।
এরমধ্যেই এই জনৈক মহিলা শ্রীমাকে ব্যক্তিগতভাবে ম্যাসেজ করে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই ম্যাসেজের স্ক্রিনশট আবার এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শেয়ারও কর নিয়েছেন নিজের স্টোরিতে। যেখানে ওই মহিলা জানান, স্বাভাবিক জিজ্ঞাসা থেকেই তিনি প্রশ্ন করেছিলন শ্রীমাকে। সেখানে তাঁকে ট্রোল করা, বা অস্বস্তিতে ফলার কোনো ইচ্ছেই ছিল না তাঁর। কখনো ভাবেননি এভাবে তাঁর কমেন্ট হাইলাইট হবে মিডিয়াতে। এর জবাবে সেই মহিলাকে আশ্বস্ত করে শ্রীমা জবাব দেন, ‘এতে তোমার কোনো দোষ নেই’!