বাংলা নিউজ > বায়োস্কোপ > Shritama Mitra: সিরিয়ালের সেটে আচমকা অসুস্থ শ্রীতমা! হাসপাতালে নিয়ে ছুটল ‘মন দিতে চাই’ টিম

Shritama Mitra: সিরিয়ালের সেটে আচমকা অসুস্থ শ্রীতমা! হাসপাতালে নিয়ে ছুটল ‘মন দিতে চাই’ টিম

অসুস্থ শ্রীতমা!

Shritama Mitra: শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থবোধ করেন ‘মন দিতে চাই’-এর দোয়েল। এখন কেমন আছেন শ্রীতমা মিত্র? 

খারাপ খবর শ্রীতমা মিত্রর ভক্তদের জন্য! শ্যুটিং সেটে আচমকাই অসুস্থ ‘মন দিতে চাই’-এর দোয়েল। শট দেওয়ার সময় এতটাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী যে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। এখন যদিও ভালো আছেন শ্রীতমা। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁর?

নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শ্রীতমা ক্লস্টোফোবিক’। বদ্ধ জায়গায় থাকলে দমবন্ধ লাগে তাঁর, পাশাপাশি ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না অভিনেত্রী। সেই নিয়েই অসুস্থবোধ করায় কোনওরকম ঝুঁকি না দিয়ে প্রোডাকশনের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখন সুস্থ রয়েছেন তিনি, নানান পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট স্বাভাবিক। শ্রীতমার সহ-অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে জানান, ‘ও এখন ভালো আছে, চিন্তার কারণ নেই’।

এই মুহূর্তে সিরিয়ালে চলছে জমজমাট বিয়ের ট্র্যাক। দোয়েলের বদলে তিতিরের (অরুণিমা) সঙ্গে সাত পাকে বাঁধ পড়ল সোমরাজ (ঋত্বিক)। এবার কোনদিকে মোড় নেবে তিতির আর সোমরাজের জীবন? তাই উঠে আসবে আগামিদিনে। পাশাপাশি তিতির এই পরিস্থিতির মোকাবিলা কী করে করবে সেটাও বড় প্রশ্ন। পর্দায় তিনজের সমীকরণ যতই জটিল হোক, বাস্তবে দারুণ বন্ডিং ঋত্বিক-অরুণিমা-শ্রীতমাদের। শ্রীতমার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল ‘মন দিতে চাই’এর গোটা ইউনিট। তবে ইতিমধ্যেই শ্য়ুটিং-এ ফিরেছেন অভিনেত্রী। নতুন বছরের একদম শুরুতে সফর শুরু হয়েছে ‘মন দিতে চাই’-এর। রাত ১০টা স্লটে একেবারেই দর্শক টানতে পারছে না জি বাংলার এই মেগা। 

বাংলা টেলিভিশনের পরিচিত নাম শ্রীতমা, এর আগে ‘উমা’ ধারাবাহিকে আলিয়ার চরিত্রে নজর কেড়েছেন। এছাড়াও ‘কী করে তোকে বলব’, ‘পাণ্ডব গোয়েন্দা’র মতো জি বাংলার জনপ্রিয় মেগায় দেখা মিলেছে তাঁর।  

আরও পড়ুন-‘আদিখ্যেতা যত্ত’, বুকচেরা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প! নতুন মা জাগৃতিকে কটাক্ষ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন