ছোট পর্দার রাঙা বউয়ের রুদ্র রূপ দেখল যেন এদিন কলকাতা! আরজি কর কাণ্ডের পর শ্রুতি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব হয়েছেন। তবে এদিন যেভাবে নিজের বক্তব্য তুলে ধরলেন, সমাজের আরও অনেক মেয়ের নিরাপত্তাহীনতার কথা স্পষ্ট করলেন তাতে। কী জানালেন শ্রুতি?
আরও পড়ুন: আবদার যেন থামেই না! ইমন - জাভেদদের আর্জিতে সা রে গা মা পা -এ পরপর রফির গানে মঞ্চ মাতাল ছোট্ট অনীক
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, মা হতে চান না সোহিনী! বললেন, 'এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না'
প্রতিবাদী মিছিলে নেমে কী বললেন শ্রুতি?
আরজি কর কাণ্ডের পর টলিউডের একাধিক পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। আর তারই মধ্যে শ্রুতি দাস এদিন প্রতিবাদী মিছিল থেকে তাঁর মনে জমে থাকা নিরাপত্তাহীনতার কথা বললেন। রাঙা বউ এদিন বলেন, 'আমরা যখন নাইটে আউটডোর করি, তখন একটা মেকআপ ভ্যানে একা শ্যুটিং করে এসে যখন বসি তখন যদি একজন দারোয়ান এসে ধর্ষণ করে মেরে দিতে পারে। তখন তার দায় কে নেবে? তাহলে আমরা শ্যুটিং করা বন্ধ করে দেব? আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, আমরা যাঁরা দিনে ১৪ ঘণ্টা কাজ করি, মাসে একদিন ছুটি পাই তাঁদের নিরাপত্তার দায়িত্বটা কার?'
আরও পড়ুন: টলিউড আদতে 'মিষ্টি মোড়কে যৌনপল্লি', দাবি ঋতাভরীর, মমতার কাছে কী আবেদন করলেন 'ফাটাফাটি' অভিনেত্রী?
তিনি এদিন আরও বলেন, ' আর ভাই আমি অত বড় তারকা নই, আমার পিছনে অনেক বাউন্সার ঘুরে বেড়ায় না। সাধারণ মানুষের সঙ্গে এসেছি আজ। এখানে আমি আজ সত্যি বলছি বলে আজ যদি আমায় মেরে দেয়, আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। আমার যদি কিছু হয় কাউকে ছেড়ে কথা বলবে না ওরা। সেদিন কার বাবা কত ক্ষমতা আছে টাকা দিয়ে মুখ বন্ধ করার সেটা আমিও দেখব।'
তিনি এদিন হুমকি দিয়ে আরও জানান বিচার না পেলে রাত দখলের পর দিন দখল করে তাঁরা জনজীবন স্তব্ধ করে দেবেন। দেখবেন তারপর কীভাবে সরকারের টনক না নড়ে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মমতাকে একহাত নিলেন জিতু, বললেন, 'ভোটে জিতেছেন মানেই যা ইচ্ছে আইন তৈরি করবেন?'
আরও পড়ুন: 'না অনুমতি আছে, না অধিকার', কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলতেই কঙ্গনার মতের বিরোধিতা বিজেপির