দেবীপক্ষের সূচনা ঘটে গিয়েছে। বুধবার চলছে মহাষষ্ঠীর পুজো। আর তার ঠিক একদিন আগেই অর্থাৎ, মঙ্গলবার ৮ অক্টোবর বাড়িতে দুর্গা প্রতিমা নিয়ে এলেন অভিনেত্রী শ্রুতি দাস। আর তারপরই তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হল।
আরও পড়ুন: চার্জশিট - সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল! 'ডাক্তারবাবু'কে পড়াশোনা করার 'পরামর্শ' TMCP নেত্রীর
কী ঘটেছে?
আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তাল শহর। এই ঘটনার দ্রুত বিচার চেয়ে সরব হয়েছিলেন একাধিক টলিউড তারকা। আর তাঁদের অন্যতম ছিলেন শ্রুতি দাস। নিয়মিত মিছিলে যাওয়া, পোস্ট করা সবেতেই দেখা গিয়েছে তাঁকে। স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকারের মতো তিনিও জানিয়েছিলেন এবার তিনি উৎসবে ফিরবেন না। কিন্তু দেখা গেল পঞ্চমীর দিন অভিনেত্রী তাঁর বাড়িতে দেবী মূর্তি নিয়ে এলেন। আর তারপরই তাঁকে কটাক্ষ করেন নেটিজেনরা। এই বিষয়ে বলে রাখি, কিছুদিন আগেই শ্রুতি জানিয়েছিলেন তাঁর শ্বশুর বাড়িতে বহুদিন ধরেই দুর্গাপুজো হয়ে আসছে। ফলে সেই পুজোয় তিনি অংশ নেবেন। কিন্তু তিনি নিজের জন্য এবার একটাও নতুন জামা কেনেননি। সেই পোস্ট করতেও তাঁকে বিস্তর ট্রোল্ড হতে হয়েছিল। বাধ্য হয়ে সেই পোস্ট তিনি ডিলিট করে দেন। কিন্তু এদিন আর সেটা করেননি।
আরও পড়ুন: বাহুলগ্না হয়ে রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো - অদ্রিজারা
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'আপনার না অশৌচ? এর মধ্যে পুজো করছেন কী করে?' যদিও অনেকেই এদিন অভিনেত্রীর সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তাঁকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন শ্রুতি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে ডাকের সাজে সজ্জিত একচালা দেবী মূর্তি দেখা গেল তাঁর গোটা পরিবারের সঙ্গে। ঠাকুর আনতে যাওয়া থেকে বাড়িতে দেবী এনে রাখা পর্যন্ত নানা মুহূর্তের ছবি এদিন তিনি পোস্ট করেছেন।
আরও পড়ুন: 'একাধিক কারণেই...' হঠাৎ আশ্বিনে বিয়ে কেন? কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে?