আইনি বিয়ে গত বছরই সেরেছেন তাঁরা। তারপরই উত্তরবঙ্গ ঘুরে এসেছেন। এবার গিয়েছেন মেঘালয়ে। কাদের কথা বলছি বাংলার রাঙা বউ থুড়ি শ্রুতি দাস এবং তাঁর বেটার হাফ স্বর্ণেন্দু সমাদ্দারের কথা। আর মেঘালয়ে বেড়াতে গিয়েই একটি বিশেষ চমক দিলেন অভিনেত্রী। কী চমক? ডাউকি নদীতে ভাসতে ভাসতে গেয়ে শোনালেন একটি গান। আর সেটি লেন্সবন্দি করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
বেড়াতে গিয়ে শ্রুতি দাসের গান
সকলেই জানেন শ্রুতি দাস কেবল যে ভালো অভিনয় করেন সেটাই নয়, তিনি ভীষণ ভালো গানও গান। তাঁর একাধিক শোয়ের ভিডিয়ো মাঝে মধ্যে ভাইরাল হয়েছে। এবার তিনি বেড়াতে গিয়েও গান ধরলেন। ভিডিয়ো থেকেই স্পষ্ট রাজ্য ছেড়ে বেড়াতে গেলেও অভিনেত্রীর মন পড়ে বাংলাতেই।
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
এদিন তিনি ডাউকি নদীতে ভ্রমণ করছিলেন যখন তখনই গান গেয়ে শোনালেন। এদিন তিনি ১২ ফেল ছবির বলো না গানটির সঙ্গে রূপকথারা গানটির ম্যাশাপ গেয়ে শোনান। অভিনেত্রী এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি গানের সুরে মিল পেলেই মায়ের মাথা খারাপ করে দিই শুনিয়ে শুনিয়ে আর রেকর্ড করে রাখি যাতে ভুলে না যাই। এবারে মিস করে গেছি ভিডিয়ো করতে তাই ডাউকি গিয়েই বরকে বলেছিলাম,আজ গাইব, রেকর্ড করে দিও।'
ইতিমধ্যেই তাঁর এই ভিডিয়ো দারুণ ভিউজ পেয়েছে। প্রায় ৩ হাজার লাইক এবং কয়েক শ কমেন্টস পেয়েছে। শেয়ার হয়েছে বহুবার।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'আমাদের মেয়েটার কত্তো গুণ।' আরেকজন লেখেন, 'কি ভালো গাইলে! সবটুকু নিয়ে অনবদ্য।' তৃতীয় ব্যক্তি লেখেন 'সব মিলিয়ে অপূর্ব, কি গুণী মানুষ তুমি।'
আরও পড়ুন: 'আলাদা বলে কিছু মনে হচ্ছে না...' জন্মদিনে মন খারাপ কনীনিকার, কী হল অভিনেত্রীর?
শ্রুতি দাসকে আগামীতে উইন্ডোজ প্রোডাকশনের আমার বস ছবিতে দেখা যাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।