বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের। টলিউডের জনপ্রিয় জুটির তালিকায় নাম আসে স্বর্ণন্দু আর শ্রুতির। গত বছর জুলাই মাসে চুপিচুপি আইনি বিয়ে করেছিলেন তাঁরা। সামাজিক বিয়েটা হওয়া এখনও বাকি। তবে তার আগেই জামাইকে মনের মতো করে সাজিয়ে খাওয়ালেন শাশুড়ি মা।
‘আইনি বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী’ ক্যাপশনে ছবিগুলি শেয়ার করেন শ্রুতি। পরে আছেন লাল পাড়ের সাদা শাড়ি। গলায় রুপোর গয়না। কপালে লাল টিপ। সিঁথিতে সিঁদুর। হাতে রুপোর গয়না। স্বর্ণেন্দু নিজেও পরেছিলেন সাদা রঙের পঞ্জাবি। আর জামাইষষ্ঠীর মেনুতে মটন বিরিয়ানি, স্যালাদ আর কোল্ড ড্রিংক্স।
আরও পড়ুন: ‘ঝড়-বৃষ্টি, ৪৫ ডিগ্রি টেম্পারেচার, অ্যাকসিডেন্ট…’! বহুরূপীর মুক্তি নিয়ে বড় আপডেট দিলেন শিবপ্রসাদ
কাটোয়ার ছোট্ট শহর থেকে কলকাতায় এসেছিলেন শ্রুতি অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে। ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে কাজের শুরু। আর সেই কাজেই পেয়ে গিয়েছিলেন নিজের মনের মানুষকে। ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। আর কাজ করতে করতেই ভালোবেসে ফেলেছিলেন স্বর্ণেন্দুকে। শ্রুতির তরফ থেকেই গিয়েছিল প্রেম প্রস্তাব। একটু সময় নিয়ে ডাকে সাড়া নেন পরিচালকমশাই।
আরও পড়ুন: ‘আমার বা তথাগতর কারওরই…’! ৯ বছরের বিবাহিত জীবনে কেন নেননি সন্তান, জবাব দেবলীনার
আরও পড়ুন: ‘অরক্ষিত যৌন মিলন করেন…’, কখনও লিপ কিস, কখনও বসছেন কোলে, কী ইঙ্গিত সুদীপ-পত্নী পৃথার?
২০২৩ সালের ১০ জুলাই সইসাবুদের পাশাপাশি দুই পরিবার, আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে আংটিবদল, মালাবদল, সিঁদুরদানের পর্ব সেরেছিলেন। দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবে বসেছিল এই বিয়ের আসর। বয়সে স্বর্ণেন্দু ১৪ বছরের বড়, প্রতিষ্ঠিত পরিচালক। ফলে অনেকেই শ্রুতিকে ট্রোল করেছিলেন তিনি টাকার জন্য, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে বিয়ে করেন স্বর্ণেন্দুকে। আর আইনি বিয়ের পর হিন্দুস্তান টাইমস বাংলাকে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘শ্রুতি দাস স্বর্ণেন্দু সমাদ্দারের টাকার জন্য ভালোবাসেনি, পাশে থাকার জন্য ভালোবেসেছি। বিয়েটাও করেছি হাফ-হাফ খরচায়। মানসিক শান্তি নিয়ে বিয়েটা করেছি। আমার খরচা আমার, বরের খরচা বরের। দু'জন মিলে ভাগাভাগি করে আমাদের সংসার বেঁচে থাকবে।’
২০২৫ সাল নাগাদ দুজনে সামাজিক বিয়েটা করতে পারেন বলেই খবর। আপাতত আমার বস সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন শ্রুতি। এটাই তাঁর বড় পর্দায় প্রথম কাজ। তাঁর ধারাবাহিক রাঙা বউ শেষ হয়েছে মাসখানেক আগে। এখনও পরের প্রোজেক্টের ঘোষণা করেননি।