সোমবার ছিল অভিনেত্রী শ্রুতি দাসের জন্মদিন। কলকাতা নয়, এবারের জন্মদিনটা কাটোয়াতেই কাটালেন অভিনেত্রী। বিয়ের পর দ্বিতীয় জন্মদিন। তাই বউকে খুশি করতে কলকাতা থেকে অল্প সময়ের জন্য হলেও, কাটোয়া গিয়েছিলেন টলিউডের ছোট পর্দার নামী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
রাঙা বউ অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমার জন্মদিনকেই আমরা আমাদের সম্পর্কেরও জন্মদিন ধরে থাকি’। ২০১৯ সালে ত্রিনয়নী ধারাবাহিকে কাজ করার সময়, শুরু হয়েছিল এই প্রেম সম্পর্কের। দেখতে দেখতে পাঁচ বছর পার। এখন প্রেমিক-প্রেমিকা থেকে শ্রুতি-স্বর্ণেন্দুর পরিচয় স্বামী-স্ত্রী। শ্রুতি আরও লিখলেন, ‘আজকের দিনে আমরা দু’দুটো সেলিব্রেশন একসাথেই করি, তবে এবছর আজ ছিল তার (স্বর্ণেন্দুর) দু’দুটো সিরিয়াল লঞ্চিং! সে কলকাতায়! আমি কাটোয়ায়!’
আরও পড়ুন: নিজের বন্দুক থেকে নিজের গায়ে গুলি! হাসপাতালে থেকেই মুখ খুললেন গোবিন্দা, কী বললেন
তবে এই বিশেষ দিনে ভালোবাসার মানুষের কাছে আসবেন না তা কি হয়! শ্রুতি জানালেন, ‘কিন্তু সে, কাজের সব দায়িত্ব পালন করতে করতে রাত বারোটা বাজার আগেই সোজা হাজির হলেন কলকাতা থেকে কাটোয়া। রাতটা কাটিয়ে আজ সে দুপুরটুকু অ্যাটেন্ড করে বর্তমানে কলকাতা ফিরে নাইট শ্যুটিংয়ে। আমি শান্তির বিছানায় হাতে ফোন!! আর সে শান্তির কর্মস্থলে। এতো পরিশ্রম করে স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি আত্মীয়-পরিজনের মুখে হাসি ফুটিয়ে কাটোয়া থেকে ফের কলকাতা ফিরে রাত জেগে কাজ করে যাচ্ছেন! এমন দিনে এমন মানুষ কে নিয়ে কিছু লিখবো না! তাই হয়?’
আর তাই বরকে ‘ভালোবাসি’ জানানোর সঙ্গে, দেবের সিনেমার লাইন ধার করে, ফিল্মি কায়দায় যোগ করলেন, ‘ভালোবেসে কোনো ভুল করিনি আমি’।
আরও পড়ুন: কালো বলে ট্রোল হন ছোটবেলায়, এখন নায়িকার সেক্সি ফিগারে চোখ থাকে আটকে! বলুন তো কে
রাঙা বউ-এর পর নতুন কোনো প্রোজেক্ট এখনও সামনে আসেনি শ্রুতির। তবে শিবপ্রসাদ-নন্দিতার আমার বস সিনেমায় দেখা যাবে তাঁকে এরপর। খুব সম্ভবত শীতের ছবিতে সে ছবির মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন: প্লেনের মধ্যে মায়ের বন্ধুর সঙ্গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’
আরজি কর নিয়ে বিগত মাসে একাধিক পোস্ট করেছেন শ্রুতি। প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। এননকী, একটি গানও লেখেন অভিনেত্রী শহরের বুকে এক মেডিকেল কলেজে ঘটে যাওয়া পাশবিক ঘটনার প্রতিবাদ করে।