আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিয়ে ঠিক হয়ে ছিল। সামনের নভেম্বরেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাতপাকে ঘোরার কথা ছিল তাঁর। তার আগেই সব স্বপ্ন শেষ হয়ে গেল। ৩১ বছরের এই চিকিৎসকের সঙ্গে ঘটা পাশবিক অত্যাচারের বিচার চেয়ে পথে নেমেছে বাংলা। তার মধ্যেই শ্রুতির পোস্টে সেই তরুণীর স্বপ্নের মৃত্যুর কথা উঠে এল।
আরও পড়ুন: হাজির ছিল গোটা বলিউড, তবুও আম্বানিদের বিয়েতে কেন দেখা মিলল না কঙ্গনার?
কী লিখলেন শ্রুতি?
এদিন শ্রুতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি মর্মস্পর্শী পোস্ট করেন আরজি করের নির্যাতিতাকে নিয়ে। সেই পোস্টেই জানান এই ঘটনার বর্বরতা তাঁকে ঘুমাতে দিচ্ছে না। দোষীদের দ্রুত বিচার চান তিনি। সেই পোস্টেই অভিনেত্রী লিখলেন, ‘যে মেয়েটার নভেম্বরে বিয়ে, তার কিন্তু মেকাপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গেছিল, তত্ত্বের জিনিস কেনা হয়ে গেছিল, ফটোগ্রাফার ঠিক করা হয়ে গেছিল, ব্যাঙ্কোয়েট বুক করা হয়ে গেছিল। একমাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে কী করে থাকবে হয়তো পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকেও ভেবে চলত। হয়তো সেই রাতে মাকে ঘুমাতে বলেও ভেবেছে বিয়ের পর সব দিক সামলাতে পারবে তো এভাবেই?’
তিনি আরও লিখলেন, 'বেনারসিটা হয়তো কেনা বাকি ছিল, আর দিন রাত হবু বরের মাথা খেত নাকে যেন সিঁদুর পড়ে নাহলে কিন্তু ছবি ভালো আসবে না। বা হয়তো হানিমুনের টিকিট হয়ে গেছিল তাদের, পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে নাকি পশু ঘেরা জঙ্গলে ঠিক হয়ে গেছিল! পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে, দানব! এখানে মানুষ মানুষকে ছিঁড়ে খুঁড়ে খায়, সাথে তার স্বপ্নগুলোও গিলে নেয়! ঘুম হচ্ছে? আমার হচ্ছে না।'
প্রসঙ্গত শ্রুতি দাস সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটরদের যে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল পাটুলি থেকে সেখানে যোগ দেন নির্যাতিতার হয়ে বিচার চেয়ে। একই সঙ্গে ছোট পর্দার কলাকুশলীদের যে মিছিল বেরোবে তাতেও তিনি অংশ নেবেন বলেই জানা গিয়েছে। এই গোটা ঘটনায় যে রাঙা বউয়ের একেবারেই মন ভালো নেই সেটা বারবার তাঁর পোস্ট থেকে ধরা পড়ছে।