‘দেশের মাটি’র নায়িকা শ্রুতি দাস। ধারাবাহিক শেষ হলেও দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয় শ্রুতি। প্রেমিক-পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি অভিনেত্রী। বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় বেশ রোম্যান্টিম মেজাজে ধরা দেন তাঁরা। তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশা নজর কাড়ে অনুরাগী মহলে।
সদ্য সামাজিক মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। হাত জুড়ে মেহেন্দির নকশা নয়, বরং প্রাধান্য পেয়েছে বড় হরফে গোটা গোটা করে লেখা রবীন্দ্রগান- ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।’ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রুতি লিখেছেন, ‘স্বর্ণেন্দু, নিজের নাম খুঁজে নিও।’ অভিনেত্রী ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল শ্রুতি-স্বর্ণেন্দুর। স্বর্ণেন্দুকে আগে থেকেই ‘বর’ বলে ডাকেন তিনি। বিগত এক বছর ধরে দুজনের বিয়ের পরিকল্পনা থাকলেও, করোনার জন্য বার বার পিছিয়ে যাচ্ছে। শ্রুতির কথায়, ‘এক’দু বছর পরে বিয়ে করতে পারি।’

সুচন্দা বন্দ্যোপাধ্যায় নামক এক মেহেন্দি শিল্পীর আঁকায় মুগ্ধ শ্রুতি। তাঁর কথাতেই আঁকা নয়, বরং লেখার উপর জোর দিয়ে এই মেহেন্দি করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, পরিচালক স্বর্ণেন্দুকে ছবি পাঠানোর দু'মিনিটের মধ্যে শ্রুতির হাতে নিজের নাম খুঁজে পেয়েছেন তিনি। নিজের নামের উপর গোল চিহ্ন বসিয়ে প্রেমিকাকে পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার রঙ ছড়াচ্ছেন টলিউডের এই পাওয়ার কাপল।
‘দেশের মাটি’র নায়িকা শ্রুতি দাস। ধারাবাহিক শেষ হলেও দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয় শ্রুতি। প্রেমিক-পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি অভিনেত্রী। বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় বেশ রোম্যান্টিম মেজাজে ধরা দেন তাঁরা। তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশা নজর কাড়ে অনুরাগী মহলে।
সদ্য সামাজিক মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। হাত জুড়ে মেহেন্দির নকশা নয়, বরং প্রাধান্য পেয়ে বড় হরফে গোটা গোটা করে লেখা রবীন্দ্রগান। ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।’ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রুতি লিখেছেন, ‘স্বর্ণেন্দু, নিজের নাম খুঁজে নিও।’ অভিনেত্রী ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল শ্রুতি-স্বর্ণেন্দুর। স্বর্ণেন্দুকে বহু আগে থেকেই ‘বর’ বলে ডাকেন তিনি। বিগত এক বছর ধরে দুজনের বিয়ের পরিকল্পনা থাকলেও, করোনার জন্য বার বার পিছিয়ে যাচ্ছে। শ্রুতির কথায়, ‘এক’দু বছর পরে বিয়ে করতে পারি।’
সুচন্দা বন্দ্যোপাধ্যায় নামক এক মেহেন্দি শিল্পীর আঁকায় মুগ্ধ শ্রুতি। তাঁর কথাতেই আঁকা নয়, বরং লেখার উপর জোর দিয়ে এই মেহেন্দি করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, পরিচালক স্বর্ণেন্দুকে ছবি পাঠানোর দু'মিনিটের মধ্যে শ্রুতির হাতে নিজের নাম খুঁজে পেয়েছেন তিনি। নিজের নামের উপর গোল চিহ্ন বসিয়ে প্রেমিকাকে পাঠিয়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার রঙ ছড়াচ্ছেন টলিউডের এই পাওয়ার কাপল।
|#+|