কদিন ধরেই নারী নির্যাতন নিয়ে তোলপাড় টলিউড। শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। এখানেই শেষ নয়, অরিন্দম শীলকে তো ‘নির্দোষ প্রমাণ’ না হওয়া অবধি ব্যান করেছে ডিরেক্টরস গিল্ড। তাঁর নামে থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। ফেডারেশনের তরফ থেরে অরূপ বিশ্বাস মুখ খুলে জানিয়েছেন, পরিচালক-প্রযোজকদের উপরেই নাকি বেশি অভিযোগ এসে জমেছে তাঁদের কাছে।
অভিনেত্রী শ্রুতি দাস তাঁর পরিচালক স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে দিলেন বিশেষ বার্তা। তাতে ‘পরিচালকদের উপর ওঠা অভিযোগ’কে ছুঁয়ে গেলেন। স্বর্ণেন্দুকে নিয়ে শ্রুতি লিখেছেন, ‘আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টরের জন্মদিন, যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেক্নিশিয়ানরা নিরাপদ। এবং আমি গর্বিত হই এটা শুনে যে - স্বর্ণদা স্টুডিয়োতে না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালো লাগে না' শুভ জন্মদিন বাবি। I LOVE YOU & I AM PROUD OF YOU @iswarna’।
আরও পড়ুন: প্রকাশ্যে ‘দেবরা পার্ট ১’ ট্রেলার! জুনিয়র এনটিআর-সইফ-জাহ্নবীর সিনেমার প্রথম ঝলকে হতাশ দর্শক
সঙ্গে বরকে উদ্দেশ্য করে লিখলেন, ‘আজকাল আর তোমায় নিয়ে লেখা হয় না, কিন্তু বিশেষ বিশেষ দিনে নিজেকে আটকাতে পারি না। বাবি, সবাই বলে আমি লোভী, তাই তোমার সঙ্গে আছি! ওরা অন্য মানে করে বললেও একপ্রকার ঠিকই বলে! আমি সত্যিই লোভী। অর্থলোভের থেকেও আমার বরাবর বেশী লোভ গুনী মানুষের সান্যিধ্যে থেকে তার সবটুকু ভালো শিখে নিজে সমৃদ্ধ হওয়ার! আর যেখানে সে আমার স্বামী, সেখানে আমি লোভী হওয়া খুব অস্বাভাবিক কি?’
আরও পড়ুন: এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন!
আসলে সম্পর্কের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল হয়ে এসেছেন শ্রুতি। স্বর্ণেন্দুর সঙ্গে বয়সের বড় ফারাক থাকার কারণে, হয়েছিলেন সমালোচিত। ট্রোল চলত, পয়সার লোভে, কাজ পাওয়ার লোভে নাকি এই সম্পর্ক। যদিও ২০২৩ সালেই দুজনে আইনি বিয়ে করে নিন্দুকদের মুখে ছাই দিয়েছেন। তবে তাতে ট্রোলাররা পুরোপুরি থামেনি যে তা স্পষ্ট এই পোস্ট থেকেই।
শ্রতি তাঁর বরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আরও লিখলেন, ‘তবে আজকের দিনে এটুকুই কথা দিলাম, খুব ভালোবাসি আর শেষ নিশ্বাস অবধি তোমায় নিয়ে আমি গর্ব করে জোর গলায় বলেই যাব আর কাঁচা হাতে লিখেই যাব। আবারও বলছি শুভ জন্মদিন আমার স্বামী। আরেকবার বলি? আমার স্বামী।’