ব্যক্তিগত জীবনে প্রায়ই চর্চায় থাকেন কমল হাসান কন্যা শ্রুতি। প্রায়শই ব্যক্তিগত জীবনে চর্চায় থাকেন শ্রুতি হাসান। দীর্ঘদিন অভিনেত্রী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে চলতি বছরের মে মাসে তিনি শান্তনুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান, এখনও অবিবাহিতই রয়েছেন কমল হাসান কন্যা। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন শ্রুতি। বলেন, তিনি কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান না, তবে সম্পর্কে থাকতে আপত্তি নেই।
ঠিক কী বলেছেন শ্রুতি হাসান?
শ্রুতি বলেন, ‘হ্যাঁ, আমি সম্পর্কে বিশ্বাসী, রোম্যান্স করতে ভালবাসি। আমি সম্পর্কের মধ্যে থাকতে পছন্দ করলেও কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ভয় পাই। তবে কখনওই যে বিয়ে করব না, সেটাও বলতে পারব না। কখনও যদি কোনও আনমোল রতন খুঁদে পাই আমার জন্য তখন দেখা যাবে... (যদি বিশেষ কেউ আসে...) তবে আপাতত তেমন কাউকে দেখতে পাচ্ছি না।’
অতীত অভিজ্ঞতার কারণেই কি এইা দ্বিধা? শ্রুতি বলেন, ‘আমার মনে হয় এটা শুধু আমারই ভাবনা। কারণ, আমার বন্ধুবান্ধবদের মধ্যে অনেক সুন্দর বিয়ের উদাহরণ রয়েছে। আমার বন্ধুদের, আমার বয়সীরা দিব্যি সংসার করছেন, সুন্দর বিবাহিত জীবন তাঁদের। তাই আমার মনে হয়, এই ভাবনাটা, ভয়টা শুধুই শ্রুতির বিষয়।’
আরও পড়ুন-জন্মদিনের আগেই হাসপাতালে ভর্তি, বিছানায় শুয়ে মা ও স্ত্রীর কাছে কেন ক্ষমা চাইলেন সাহেব?
আরও পড়ুন-বয়স মাত্র ১১, এই বয়সেই বই লিখে ফেলল সহজ, ছেলের সাফল্যে গর্বিত মা প্রিয়াঙ্কা
আরও পড়ুন-মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ কপিল শর্মা, কমল হাসান, মাধুরী দীক্ষিত, সানি দেওলদের
শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা
শ্রুতি হাসান এর আগে ডুডল শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় হাত ধরেই তাঁদের আলাপ। পরে শ্রুতি জানান, শিল্প, সঙ্গীত এবং সিনেমার প্রতি তাঁদের ভালবাসার কারণে তাঁদের বন্ধুত্ব হয়েছিল। চলতি বছরের (২০২৪ সালের মার্চে) তাঁরা আলাদা হয়ে যায়। তবে তাঁরা প্রায় চার বছর একে অপরকে ডেট করেছেন। একটি সূত্র গত এপ্রিলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ‘গত মাসে তাXদের বিচ্ছেদ হয়েছে। যেহেতু ব্যক্তিগত দূরত্বের কারণে সমস্যা তৈরি হয়েছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
পরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বে শান্তনুর সঙ্গে বিচ্ছেদের কথাও জানান শ্রুতি নিজেই। এক ভক্ত তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাইলে শ্রুতি বলেন, ‘আমি এসব প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না। তবে আমি সম্পূর্ণরূপে সিঙ্গল, এই মুহূর্তে সম্পর্কে যেতেও অনিচ্ছুক, শুধু কাজে মন দিয়েছি। জীবনকে উপভোগ করছি। বিদায়। যথেষ্ট হয়েছে?’
শ্রুতি হাসানকে আগামীতে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবিতে দেখা যাবে। অ্যাকশন থ্রিলারটি কলানিথি মারানের সান পিকচার্স প্রযোজিত। এই ছবিতে শ্রুতি ছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ, সৌবিন শাহির, সন্দীপ কিষাণ এবং রেবা মনিকা জন। এটা নায়ক হিসাবে রজনীকান্তের ১৭১ তম ছবি। ২০২৫ সালে ছবিটি সিনেমাহলে মুক্তি পাবে।