আসন্ন প্যান ইন্ডিয়া অ্যাকশন ছবির জন্য খবরে রয়েছেন শ্রুতি হাসান। ছবিটি পরিচালনা করছেন শেনীল দেব। গত শনিবার নির্মাতারা ছবিটি থেকে শ্রুতির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। একই সময়, সম্প্রতি একটি সাক্ষাত্কারে, শ্রুতি অ্যালকোহল সেবন সম্পর্কে চমকে যাওয়া তথ্য় প্রকাশ করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি মদ্যপান করেন না। প্রায় আট বছর হল মদ্যপান ত্যাগ করেছেন। এ নিয়ে তাঁর কোনও অনুশোচনাও নেই। অভিনেত্রীর কথায়, ‘আমি আট বছর ধরে অ্যালকোহল পান করছি না, ত্যাগ করেছি সেবন করা। কিন্তু যখন আপনি মদ্যপান করেন না, তখন পার্টিতে লোকেদের সহ্য করা কঠিন হয়ে যায়। আমার কোন আফসোস নেই, হ্যাংওভারও হচ্ছে না। আমি শান্ত থাকার পথ নিজে বেছে নিয়েছি। এটি একটি পর্যায় হতে পারে, অথবা আপনি আপনার বাকি জীবনের জন্য এই পথ বেছে নেওয়াটা পছন্দ করতে পারেন’। আরও পড়ুন: শ্রেয়স থেকে সইফ আলি খান, অল্প বয়সেই হৃদরোগের শিকার হয়েছেন এই ৭ বলি সেলিব্রিটি
শ্রুতি সেই দিনগুলির কথা জানিয়েছেন, যখন তিনি মদ্যপান ও পার্টিতে আসক্ত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘আমি কখনও মাদক সেবন করিনি, কিন্তু মদ খাওয়ার অভ্যাস গড়ে উড়েছিল। আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে এবং সুরাপান করতে চেয়েছিলাম। একটা সময় পর বুঝতে পারি আমি অতিরিক্ত মদ্যপান শুরু করেছি। আমি নিজেকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে রেখেছিলাম যারা ক্রমাগত পার্টি করতে আমাকে উৎসাহ দিয়েছিল এবং মদ্যপান বদ অভ্যাসে পরিণত হয়েছিল’।
অভিনেত্রী জানিয়েছেন, যারা পার্টি করার জন্য বেশি করে তাঁকে উৎসাহ দিত সেসব লোকেদের থেকে দূরত্ব রাখতে শুরু করেন তিনি। অভিনেত্রীর উল্লেখ করেছেন, ‘এটাও শান্তির পথ বেছে নেওয়ার একটা অংশ’।
সম্প্রতি তেলুগু ফিল্ম 'ওয়ালটেয়ার ভিরায়া' ছবিতে দেখা মিলেছে শ্রুতির। কে এস রবীন্দ্র পরিচালিত অ্যাকশন-ড্রামা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জীবী এবং রবি তেজা। অভিনেত্রীকে আগামীতে প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি 'সালার'-এ দেখা যাবে। অভিনেতা প্রভাস এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন, তাঁর সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, টিনু আনন্দ, ঈশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি এবং রামচন্দ্র রাজুকে পার্শ্ব চরিত্রে দেখা যাবে।