বাংলা নিউজ > বায়োস্কোপ > শ্যুটিংয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়েছিলেন মুগ্ধা! কেন রাজি হয়েছিলেন শ্রুতি?

শ্যুটিংয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়েছিলেন মুগ্ধা! কেন রাজি হয়েছিলেন শ্রুতি?

ব্লাডি ব্রাদার্স' ওয়েব সিরিজে মুগ্ধা গডসে এবং শ্রুতি শেঠ।

ব্লাডি ব্রাদার্স' ওয়েব সিরিজের অন্যতম দুই মুখ্যচরিত্রে দেখা যাবে শ্রুতি শেঠ এবং মুগ্ধা গডসে-কে।

'ব্লাডি ব্রাদার্স' ওয়েব সিরিজের অন্যতম দুই মুখ্যচরিত্রে রয়েছেন শ্রুতি শেঠ এবং মুগ্ধা গডসে। সিরিজের দুই মুখ্যচরিত্র হওয়ার পাশাপাশি পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটি চুম্বন দৃশ্যও রয়েছে এই দুই অভিনেত্রীর। সেই প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দৃশ্যটিকে 'মজাদার' বলেছেন শ্রুতি। পাশাপাশি আরও জানান, ওই সিকোয়েন্সে তাঁরা দুই অভিনেত্রী অস্বস্তির বেড়াজাল ডিঙিয়ে জমিয়ে অভিনয় করেছেন।

জানিয়ে রাখা ভালো, এই ওয়েব সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন 'পাতাললোক' খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত এবং বলি-অভিনেতা জিশান আয়ুব। জনপ্রিয় ব্রিটিশ থ্রিলার 'গিল্ট'-এর হিন্দি রিমেক এই সিরিজ। চলতি মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে 'ব্লাডি ব্রাদার্স'-এর ট্রেলার। সেখানেই শ্রুতি-মুগ্ধার চুমুর দৃশ্যটি দেখা গিয়েছে। ওই দৃশ্যে শ্রুতিকে জাপ্টে ধরে তাঁর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিতে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী মুগ্ধা-কে।

টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া ওই সাক্ষাৎকারে এই দৃশ্যের প্রসঙ্গ উঠলে শ্রুতি বলেন, ' এর আগে মুগ্ধা কিংবা আমি, দুজনের কেউই এরকম কোনও দৃশ্যে কখনও অভিনয় করিনি। তবে পরিচালক শাদ আলি আমাদের আশ্বস্ত করেছিলেন। সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন গোটা বিষয়টি। বুঝেটুঝে এতটাই নিশ্চিন্ত হয়েছিলাম যে সেই দৃশ্যের সময় আমাদের সমস্ত অস্বস্তি উধাও হয়ে গিয়েছিল। দারুণভাবে ওই অংশের শ্যুটিং সেরেছিলাম।'

আগামী ১৮ মার্চ থেকে ZEE5 ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে 'ব্লাডি ব্রাদার্স'-এর।

বন্ধ করুন