বাংলার ছেলে শুভ সূত্রধর সুপারস্টার সিঙ্গার ৩ এর মঞ্চে বারবার বিভিন্ন ধরনের গান গেয়ে তাক লাগিয়েছেন। মন জয় করে নিয়েছেন বিচারক এবং মেন্টরদের। বাদ যায়নি দর্শকরাও। তবে বাপ্পি লাহিড়ির বিশেষ পর্ব তিনি এমন এক পারফরমেন্স দিলেন যা দেখে তাঁকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন নেহা!
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
আরও পড়ুন: ভারত - দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচ দেখেননি অমিতাভ! কারণ জানিয়ে বললেন, 'আমি দেখলেই...'
শুভকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন নেহা?
এদিন নেহা কক্কর শুভ সূত্রধরকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সুপারস্টার সিঙ্গার ৩ এর মঞ্চে। এই খুদে তাঁর গান দিয়ে সকলকে বাপ্পি লাহিড়ির বিশেষ পর্বে মুগ্ধ করে দেয়। শুভ এদিন শারাবি ছবি থেকে ইন্তেজার হো গয়ি ইন্তেজার গানটি গেয়ে শোনায়। এই গানে তার গায়কি শুনে মন্ত্র মুগ্ধ হয়ে যান নেহা। এরপর করেন সেই ভবিষ্যদ্বাণী।
নেহা এদিন শুভর উদ্দেশ্যে বলেন, 'তুমিই আমার হিরো। তুমি আমাকে বারবার গর্বিত করো। তুমি আমাদের সবাইকে গর্বিত করো। করছ। সেই দিন দূর নয় যখন তোমায় আমরা একটার পর একটা ছবিতে গান গাইতে শুনব।' প্রসঙ্গত বাপ্পি লাহিড়ির এই বিশেষ পর্বটি শনিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়েছে সোনি চ্যানেলে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন 'ওর গলাটা শুনলেই মনে ভালো হয়ে যায়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আলাদাই জাদু আছে ওর কন্ঠে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এবার যদি শুভ এই রিয়েলিটি শো না জেতে তাহলে তার থেকে খারাপ কিছু হবে না।'
সুপারস্টার সিঙ্গার ৩ প্রসঙ্গে
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।