সোনি টিভিতে জমে উঠেছে সুপারস্টার সিঙ্গারের সিজন ৩। সেখানে এবারের অন্যতম স্টার পারফর্মার হলেন বাংলার শুভ সূত্রধর। তিনি আগে বারংবার অরিজিৎ সিংয়ের গান গেয়ে তাক লাগিয়েছেন। তবে এবার গাইলেন শ্রেয়া ঘোষালের গাওয়া ধ ছবির টাইটেল ট্র্যাক।
সুপারস্টার সিঙ্গার ৩ এর নতুন প্রোমো
এদিন চ্যানেলের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলার ছেলে শুভ সূত্রধর ধড়ক ছবির টাইটেল ট্র্যাক গাইছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন খুশি নগর এবং বাংলার আরেক ছেলে অর্থব বক্সি। তাঁরা তিনজনে মিলে এই গানটিকে যেন এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
এই তিন খুদের গানে মুগ্ধ হয়ে যান বিচারক নেহা কক্কর। বাদ যাননি পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল সহ অন্যান্য মেন্টররাও। এদিন এই ভিডিয়ো শেয়ার করে লেখা হয় 'এই তিনের গান যেন ক্ষত মনের উপর প্রলেপের মতো কাজ করে।'
কে কী বলছেন?
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সকলে শুভর গানের প্রশংসা করেছেন। একজন লেখেন, 'শুভই সেরা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'শুভর গলাটা পুরো ম্যাজিকের মতো। ভীষণ সুন্দর।'
সুপারস্টার সিঙ্গার ৩ প্রসঙ্গে
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।