সারা আলি খান আর শুভমন গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে চর্চা। যবে থেকে কিছু অনুষ্ঠানে, রেস্তোরাঁর অন্দরে তাঁদের একসঙ্গে দেখা যায় তবে থেকেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। এ যেন অনেকটা ইতিহাসের পুনরাবৃত্তি। সারার ঠাকুরদা আর ঠাকুমা পতৌদি আর শর্মিলার মতোই ব্যাপারটা হবে বলে অনেকে সেই সময় অধিকাংশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে বর্তমানের খবর বলছে, এই প্রেম সফল হয়নি। পথ আলাদা হয়েছে সারা আর শুভননের।
একাধিক নিউজ পোর্টাল দাবি করেছে, সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন সারা আর শুভমন। বলে রাখা ভালো, এর আগে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক ছিল এই তরুণ ক্রিকেটারের। যদিও এসব খবরের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি কখনোই। আর শুভমনের আগে সারার নাম জড়িয়েছিল কার্তিক আরিয়ান, সুশান্ত সিং রাজপুতদের সঙ্গে।
ক্রিকেটের পাশাপাশি শুভমন এর মধ্যে ‘স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’-এর হিন্দি আর পঞ্জাবি ভার্শনে কণ্ঠ দিয়েছেন। যা প্রথম কোনও ক্রিকেটার করলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘ছোট থেকেি স্পাইডর ম্যান দেখে বড় হয়েছি। এটি আমার পছন্দের সুপার হিরো চরিত্র। এটা একটা চির স্মরণীয় অভিজ্ঞতা। নিজেকে যেন স্পাইডারম্যান মনে হচ্ছে এখন। এখন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় দিন গুণছি।’ প্রসঙ্গত, ‘স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’-এই প্রথম ভারতীয় স্পাইডারম্যান হিসেবে দেখা যাবে পবিত্র প্রভাকরকে।
এদিকে শুক্রবারের আইপিএল ম্যাচে অনবদ্য খেলেছেন শুভমন গিল। গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ঝোড়ো ব্যাটিং করে ৬০ বলে ১২৯ রান করেন তিনি। এদিনের ম্যাচের হিরো ছিলেন তিনিই।
সারা আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে, সহ-অভিনেতা ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে। । যেখানে কপিল ও সোম্যার ভূমিকায় দেখা যাবে তাঁদের। বিবাহিত জুটির রোম্যান্স, ঝগড়া, বিচ্ছেদ নিয়ে একেবারে জমজমাট ট্রেলার সামনে এসেছে সপ্তাহখানেক আগেই। ছবি মুক্তি পাবে ২ জুন। এই সিনেমায় সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদ সহ অন্যান্য অভিনেতারা।
এছাড়াও ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিও রয়েছে সারার পাইপলাইনে। রয়েছে পরিচালক জগন শক্তির শিনোমহীন একটি ছবি, হোমি আদজানিয়ার মার্ডার মুবারক-এর মতো ছবিগুলি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)