Shubman Gill: এই তরুণীকে ডেট করছেন শুভমন? ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল
রোম্যান্টিক ডেটে শুভমন গিল!
রোম্যান্টিক ডেটে শুভমন গিল!
আইপিএল ২০২৩-এর অরেঞ্জ ক্যাপ জয়ী তারকা ক্রিকেটার শুভমন গিল। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি। WTC ফাইনাল ২০২৩-এর প্রস্তুতি নিচ্ছেন, খেলা শুরু ৭ জুন থেকে। এ দিকে WTC ফাইনালের প্রস্তুতি ছেড়ে রোম্যান্টিক ডেটে শুভমন গিল!
কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় গিল। কখনও তাঁর নাম জুড়েছে সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে, আবার কখনও তাঁকে হ্যাং আউট করতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। যদিও এই দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন শুভমনকে। আরও পড়ুন: সত্যপ্রেম কি কথা: ট্রেলার মুক্তির পরেই পার্টি কিয়ারার, দারুণ সব ছবি দিলেন কার্তিক
শুধু বাইশ গজেই নয়, সিনেমা জগতেও ছক্কা হাঁকিয়েছেন দেশের তরুণ ওপেনার শুভমন। হলিউডের বিখ্যাত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন ভারতীয় ক্রিকেটার। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে ছবিটি। এমনিতে স্পাইডারম্যান সিরিজের ছবি ভারতীয় দর্শকদের কাছে ব্যপক জনপ্রিয়। হিন্দিতে স্পাইডারম্যানের মুখে শোনা গিয়েছে শুভমন গিলের কণ্ঠ!
এই ছবিরই প্রচারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নীহারিকা এনএমের সঙ্গে আলাপচারিতায় দেখা গিয়েছে শুভমনকে। নীহারিকা তাঁর ইউটিউব চ্যানেলে যে ভিডিয়ো শেয়ার করেছেন ,সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন – ‘আমি জানি না, এটা কি ডেট নাকি ম্যাজিক শো’। তাঁদের এই মজার ‘ডেটিং’ ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়।
আসলে শুভমনের সঙ্গে কোলাবোরেশনে এই ভিডিয়ো বানিয়েছেন নীহারিকা। ভিডিয়োটি বানানো হয় এই মর্মে, প্রথম ডেটে গিয়ে কেমন কথোপকথন হয়।
উল্লেখ্য, স্পাইডারম্যানের জন্য একটি প্রচারমূলক শ্যুট ছিল এটি। ভিডিয়োতে শুভমন নীহারিকার কথার প্রশংসা করছেন। এর পর গিল নীহারিকাকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনও খেলা খেলো? এই বিষয়ে তিনি বলেছেন, আমি খুব খেলাধুলাপ্রবণ ব্যক্তি। গিল হতাশ হয়ে বলেন, আমি ক্যারাম খেলি। নেটিজেনরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাঁদের এই মজার ভিডিয়ো।