ভর সন্ধ্যাবেলায় হট ছবি পোস্ট করে ভক্ত ঘুম ওড়ালেন শুভমন গিল। তৃষ্ণার্তের ফাঁদ পাতলেন তিনি! তেমনটাই অন্তত নিজের পোস্টে লিখলেন গুজরাট টাইটানসের এই তারকা খেলোয়াড়।
সোমবার বিকেলবেলায় শুভমনকে খালি গায়ে নিম্নাঙ্গে কেবল একটি তোয়ালে জড়িয়ে ছবি তুলে পোস্ট করতে দেখা গেল। তিনি সদ্যই স্নান করে উঠে, ভিজে গায়ে বাথরুমের ক্যামেরায় ছবি তোলেন। সেখানে তাঁর হাতে ধরে থাকা আইফোন দেখা যায়। তিনি ক্যামেরার দিকেই তাকিয়ে আছেন।
গুজরাট টাইটানসের এই খেলোয়াড় এই ছবিটি পোস্ট করে লেখেন, 'থার্স্ট ট্র্যাপ।' আর তাঁর এই ফাঁদে সত্যি সত্যিই পা দিয়েছেন তাঁর বহু মহিলা ভক্ত। এক মহিলা ভক্ত লেখেন, 'ইস যদি আমি এই তোয়ালে হতাম!' আরেক ব্যক্তি মশকরা করে লেখেন, 'তোয়ালেটা আর এক ইঞ্চি নামলেই আরসিবি দেখা যেত!'
প্রসঙ্গত শুভমনের সঙ্গে সচিন তেন্ডুলকর কন্যা সারার একটি বিশেষ সম্পর্ক আছে বলেই শোনা যায়। তাঁদের একত্রে একাধিকবার দেখা গিয়েছে। এই ২৩ বর্ষীয় ডানহাতি ব্যাটসম্যান আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলেন।
শেষ ম্যাচে আরসিবি বনাম গুজরাট টাইটান্সের খেলায় শেষ ওভারে শুরুতেই ১টি নো-বল ও ১টি ওয়াইড বল করেন ওয়েন পার্নেল। তখন জয়ের জন্য ৬ বলে ৬ রান দরকার ছিল গুজরাটের। প্রথম বলে ছক্কা মেরে গিল ব্যক্তিগত শতরান পূর্ণ করার পাশাপাশি গুজরাটের জয় নিশ্চিত করেন। আরসিবির ৫ উইকেটে ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইটানস ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে টাইটানস। শুভমন গিল ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন।