বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাকি ডেটিং করছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। বিদেশে এক রেস্তোরাঁ থেকে দুই তারকার ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। যদিও সম্পর্কের চর্চা নিয়ে টু শব্দটি করেননি সারা-শুভমন।
বলিউডে অন্য এক অভিনেত্রীকে নাকি বেশ ভালো লাগে শুভমনের। সেই অভিনেত্রী কিন্তু সারা নন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুভমনের ক্রাশ নাকি আর কেউ নন সোশ্যাল মিডিয়ার ‘ন্য়াশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা।
রঙিন প্রেম জীবনের কারণেই চর্চায় আছেন শুভমন। বলিউড আর ক্রিকেটের যোগ অবশ্য সেই পতৌদির আমল থেকে শোনা যায়। কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শুভমনের সঙ্গে সইফ কন্যার সারা আলি খানের প্রেমের গুঞ্জনে একপ্রকার তোলপাড় হয়ে উঠেছিল নেটপাড়া। আরও পড়ুন: সবাই বলতেন ‘বিগড়ে যাওয়া বাচ্চা’, কী এমন করেছিলেন সোনম
দুবাইতেও একসঙ্গে দেখা গিয়েছিল ক্রিকেট তারকা শুভমন গিল এবং বলি তারকা সারা আলি খানকে। গত বছর অক্টোবরে এক রেস্তরাঁয় বসে খাওয়াদাওয়া সেরেছিলেন তাঁরা। সেই ছবি আগুনের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দুই তারকাকে এক ফ্লাইটে চাক্ষুষ করেছিলেন ভক্তরা। আরও পড়ুন: প্রাণ যাচ্ছিল ঘুসি খেয়ে, হেপাটাইটিসেও হন কাবু, বহু লড়াই জিতে কাজে ফেরেন বিগ বি
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এক সংবাদমাধ্যমের কথোপকথনের সময় শুভমন গিলকে তাঁর ক্রাশের নাম জিজ্ঞেস করা হয়েছিল। প্রশ্নটা এড়িয়ে যেতে চেয়েছিলেন ক্রিকেট তারকা। আবার প্রশ্ন করা হলে, উচ্চস্বরে হাসতে হাসতে তিনি রশ্মিকা মান্দানার নাম নেন। যদিও এ বিষয় ‘পুষ্পা’ অভিনেত্রী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
সারার সঙ্গে ডেটিংয়ের গুজব নিয়েও মুখ খুলেছিলেন এই তারকা ক্রিকেটার। সোনম বাজওয়ার সঙ্গে এক টক শোয়ে শুভমনকে জিজ্ঞেস করা হয়েছিল, সারা আলি খানের সঙ্গে তাঁর সমীকরণ কেমন? বলিউডের ফিটেস্ট অভিনেত্রী নাম জিজ্ঞেস করা হলে, শুভমন ‘সারা’র নাম নেন। এরপরই সোনমের চোখা প্রশ্ন ছিল, ‘আপনি কি সারাকে ডেট করছেন?’ সঙ্গে সঙ্গে শুভমনের জবাব, ‘হয়তো’।
শুভমনের উত্তরে সোনমও অবশ্য টুইস্ট রাখতে ভোলেননি। তিনি তারকা ক্রিকেটারকে পঞ্জাবি ভাষায় প্রশ্ন করেন, 'আমাদের পুরো সত্যটি বলো'। শুভমন জবাব দিয়েছিলেন, ‘সারা দা সারা সাচ বোল রায়েন (আমি পুরো সত্যি বলছি)। হয়তো, হয়তো নাও হতে পারে’। দুই তারকাকে নিয়ে কিন্তু সোশ্যায় মিডিয়ায় জোর চর্চা জারি।