বলিউডের এখন নতুন ট্রেন্ড মাঝে মধ্যেই পুরোনো হিট, কালজয়ী সিনেমা বড় পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে। রি-রিলিজ করছে। এবার সেই এক ধারা দেখা গেল বাংলাতেও। বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে শুধু তোমারই জন্য।
রি-রিলিজ হতে চলল শুধু তোমারই জন্য
SVF এর তরফে এদিন সুখবরটা দেওয়া হয়। প্রেমের মাস তো শুরু হয়েই গিয়েছে। আর কদিন পরই আসছে প্রেমের সপ্তাহ। আর সেই উপলক্ষেই বড় পর্দায় আবারও মুক্তি পাচ্ছে সাম্প্রতিক অতীতের বাংলার অন্যতম হিট রোম্যান্টিক ছবি শুধু তোমারই জন্য। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অভিনীত এই ছবিটি।
এদিন শুধু তোমারই রি-রিলিজের কথা ঘোষণা করা লেখা হয়, '১০ বছর পর আবার। ভালবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প, শুধু তোমারই জন্য ৭ই ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে। এই সুযোগ মিস করবেন না।'
প্রসঙ্গত এই ছবিতে উঠে এসেছিল দুটো, নাকি ৩ টি প্রেম কাহিনি। পুরোনো প্রেম, সেই সম্পর্কের যন্ত্রণা ভুলে নতুন করে প্রেমে পড়ার গল্প, খুনসুটি ধরা পড়েছিল গল্পে। ছবিটির পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। অভিনয়ে ছিলেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী। SVF এর তরফে সামলানো হয় প্রযোজনার দায়িত্ব।
আরও পড়ুন: 'কষ্ট করে জায়গাটা বানিয়েছি, কোনও গডফাদার নেই...' হঠাৎ কেন এমন বললেন রাজ?
কে কী বলছেন?
এই খবরটা প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। অনেকেই জানিয়েছেন তাঁরা চান চ্যালেঞ্জ ছবিটি আবার বড় পর্দায় আসুক। কেউ আবার বলেছেন রোমিও ছবিটি মুক্তি দিতে। আরেকজন লেখেন, 'ভাবলেই কেমন লাগে ২০১৫ ১০ বছর আগে ছিল।' এক ব্যক্তি লেখেন, 'এই শুক্রবার তো জমে ক্ষীর! একদিকে সনম তেরি কসম, আরেকদিকে এটা। দুটোই মাস্টারপিস।'
এই বিষয়ে বলে রাখা ভালো, দীর্ঘদিন পর দেব আবারও SVF এর সঙ্গে কাজ করতে চলেছেন। এই পুজোয় আসছে তাঁদের যৌথ উদ্যোগে তৈরি ছবি রঘু ডাকাত। ইতিমধ্যেই ছবির শুভ মহরত হয়ে গিয়েছে। এখানে দেব ছাড়াও থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল প্রমুখ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন ছবিটির।