অরিন্দম শীলের নামে সম্প্রতি এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছেন। তারপরই অনির্দিষ্টকালের জন্য ডিরেক্টরস গিল্ড পরিচালককে সাসপেন্ড করে দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের সঙ্গী শুক্লা দাস।
আরও পড়ুন: 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছবিতে থাকছে কোন চমক?
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
কী জানালেন শুক্লা?
এদিন শুক্লা দাস সোজাসুজি ভাবেই লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে নিশানা সাধেন যে ইচ্ছাকৃত ভাবেই অরিন্দম শীলকে ফাঁসানো হয়েছে। তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, '৩ এপ্রিল ঘটেছে এই ঘটনা, ওই অভিনেত্রী এতদিন পর কেন জানালেন? এমনও তো হতে পারে ওঁকে কেউ প্রভাবিত করেছেন। অরিন্দমের সব নায়িকাদের সঙ্গে কথা বলা উচিত। একটা ভিত্তিহীন ঘটনার উপর ভিত্তি করে কখনই প্রশ্ন তোলা উচিত নয়।' শুক্লা এদিন স্পষ্টতই জানান অরিন্দমকে ফাঁসানো হচ্ছে। তাঁর ৩৫ বছরের কেরিয়ার জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
শুক্লা এদিন আরও বলেন, 'লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি আবার প্রযোজক এবং পরিচালকও। তবে একটি সিরিয়ালেই অভিনয় করেন ওই নায়িকা। তাহলে কি কোথাও স্বার্থের সংঘাত হয়েছে?' অরিন্দম সঙ্গীর দাবি সেদিন তিনি সেটে না থাকলেও জানেন কী হয়েছে, কারণ তাঁর পার্টনার সব জানান। তিনি ব্যাখ্যা করে জানান অরিন্দম কেবলই ওই সিনটা ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন নায়িকাকে।
কী নিয়ে বিতর্ক?
আরজি কর কাণ্ড নিয়ে যখন একদিকে গোটা রাজ্য - দেশ তোলপাড় সেই সময় টলিউডের এক অভিনেত্রী সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই অভিযোগের পরই মহিলা কমিশন ডেকে পাঠায় অভিনেত্রী এবং পরিচালককে। দীর্ঘ আলোচনা চলে সেদিন। এরপর সেই অভিনেত্রী পরিচালকের নামে FIR করেন।