বাংলা নিউজ > বায়োস্কোপ > বড় ঝগড়া বচ্চন পরিবারে, অমিতাভের মেয়ে আর নাতনির মধ্যে লড়াইয়ের খবর এল সামনে

বড় ঝগড়া বচ্চন পরিবারে, অমিতাভের মেয়ে আর নাতনির মধ্যে লড়াইয়ের খবর এল সামনে

ঝগড়া লাগল নভ্যা আর শ্বেতার।

গত মাসে সাক্ষাৎকারে নভ্যার বলা কথাগুলো নিয়ে হইচই বেঁধে যায় সব জায়গায়। 

বচ্চন পরিবারের গোপন কথা ফাঁসা করার জন্য মেয়ে নভ্যা নভেলি নন্দার সাথে ঝামেলা লাগল শ্বেতা বচ্চন নন্দার। শুধু তাই নয়, দিদির সাথে ঝগড়া করে ভাই অগস্ত্যও। এক সাক্ষাৎকারে অমিতাভের মেয়ে নিজেই সেকথা জানালেন। নভ্যা গট মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাড়িতে অতিথি এলে তাঁদের সাথে গল্প করার, তাঁদের সময় দেওয়ার কাজ তাঁকেই করতে হয়, ভাই অগস্ত্যকে কখনও এটা করতে বলা হয় না। এটাই হল নভ্যার সাথে মা-ছেলের ঝগড়ার কারণ।

অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মেয়ে শ্বেতা। নিখিল নন্দাকে বিয়ে করেছেন শ্বেতা। তাঁদের দুই ছেলেমেয়ের মধ্যে নভ্যা একজন উদ্যোগপতি আর অগস্ত্য বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। 

বাড়ির আসল পরিস্থিতি ঠিক কী তা এবার নিজেই জানালেন শ্বেতা সাংবাদিক বরখা দত্তকে। জানালেন, আসলে তিনিই বাড়ির সব কাজ করেন আর তাঁর দুই ছেলে-মেয়ে চুপ করে একধারে বসে থাকে ‘কিউট’ সেজে। ‘আমাদের ওর সাথে এই নিয়ে খুব ঝগড়া হয়েছে। আমি আর অগস্ত্য দু'জনেই ওকে প্রশ্ন করেছি এমন একটা কথা ও কীভাবে বলল’, বলতে শোনা যায় শ্বেতাকে। নভ্যা তাতে যোগ করেন আসলে তাঁর মা তাঁদের দুই ভাইবোনকে একইভাবে মানুষ করেন। আর দু'জনকেই ঘরের কাজে সাহায্য করার কথা বলা হয়। 

নভ্যাকে গত মাসে সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ‘যখনই বাড়িতে কোনও অতিথি আসে আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাঁদের স্বাগত জানানোর জন্য। কিংবা বলা হয় এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। অদ্ভুত লাগে এই ভেবে যে আমার ভাইও তো রয়েছে, তাঁকে তো বলা হয় না। সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে। বিশেষ করে একান্নবর্তী পরিবারে এই ব্যাপারটাই হয়ে থাকে। অতিথিদের আদর-আপ্যায়ন কিংবা দেখভালের বিষয়টি কখনও আমার ভাইকে বা বাড়ির অন্য ছোট ছেলেদের দেওয়া হয়নি। আমার মনে হয়, এই কারণেই একজন মেয়ের মনের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে বাড়ি সামলানোর দায়িত্ব শুধু মেয়েদেরই!’

নভ্যার বলা এই কথাগুলো নিমেষে ভাইরাল হয়। অনেকেই দাবি করতে থাকেন বচ্চন পরিবারের ‘অন্ধকার সত্য’ বাইরে বেরিয়ে এসছে। নভ্যার কথার সাথেও সহমত পোষণ করতে দেখা যায় অনেক মহিলাদের। 

বায়োস্কোপ খবর

Latest News

কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি কে প্রথম কাছে এসেছি শেষ হওয়ার জল্পনা তুঙ্গে, মোহনা বললেন, 'ভাবতেই পারিনি...' England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.