বচ্চন পরিবারের গোপন কথা ফাঁসা করার জন্য মেয়ে নভ্যা নভেলি নন্দার সাথে ঝামেলা লাগল শ্বেতা বচ্চন নন্দার। শুধু তাই নয়, দিদির সাথে ঝগড়া করে ভাই অগস্ত্যও। এক সাক্ষাৎকারে অমিতাভের মেয়ে নিজেই সেকথা জানালেন। নভ্যা গট মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাড়িতে অতিথি এলে তাঁদের সাথে গল্প করার, তাঁদের সময় দেওয়ার কাজ তাঁকেই করতে হয়, ভাই অগস্ত্যকে কখনও এটা করতে বলা হয় না। এটাই হল নভ্যার সাথে মা-ছেলের ঝগড়ার কারণ।
অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মেয়ে শ্বেতা। নিখিল নন্দাকে বিয়ে করেছেন শ্বেতা। তাঁদের দুই ছেলেমেয়ের মধ্যে নভ্যা একজন উদ্যোগপতি আর অগস্ত্য বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
বাড়ির আসল পরিস্থিতি ঠিক কী তা এবার নিজেই জানালেন শ্বেতা সাংবাদিক বরখা দত্তকে। জানালেন, আসলে তিনিই বাড়ির সব কাজ করেন আর তাঁর দুই ছেলে-মেয়ে চুপ করে একধারে বসে থাকে ‘কিউট’ সেজে। ‘আমাদের ওর সাথে এই নিয়ে খুব ঝগড়া হয়েছে। আমি আর অগস্ত্য দু'জনেই ওকে প্রশ্ন করেছি এমন একটা কথা ও কীভাবে বলল’, বলতে শোনা যায় শ্বেতাকে। নভ্যা তাতে যোগ করেন আসলে তাঁর মা তাঁদের দুই ভাইবোনকে একইভাবে মানুষ করেন। আর দু'জনকেই ঘরের কাজে সাহায্য করার কথা বলা হয়।
নভ্যাকে গত মাসে সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ‘যখনই বাড়িতে কোনও অতিথি আসে আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাঁদের স্বাগত জানানোর জন্য। কিংবা বলা হয় এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। অদ্ভুত লাগে এই ভেবে যে আমার ভাইও তো রয়েছে, তাঁকে তো বলা হয় না। সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে। বিশেষ করে একান্নবর্তী পরিবারে এই ব্যাপারটাই হয়ে থাকে। অতিথিদের আদর-আপ্যায়ন কিংবা দেখভালের বিষয়টি কখনও আমার ভাইকে বা বাড়ির অন্য ছোট ছেলেদের দেওয়া হয়নি। আমার মনে হয়, এই কারণেই একজন মেয়ের মনের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে বাড়ি সামলানোর দায়িত্ব শুধু মেয়েদেরই!’
নভ্যার বলা এই কথাগুলো নিমেষে ভাইরাল হয়। অনেকেই দাবি করতে থাকেন বচ্চন পরিবারের ‘অন্ধকার সত্য’ বাইরে বেরিয়ে এসছে। নভ্যার কথার সাথেও সহমত পোষণ করতে দেখা যায় অনেক মহিলাদের।