'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে পা রেখেছেন অমিতাভের নাতি, শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা। এবার কি তবে নভ্য নভেলি নন্দার পালা? বলিপাড়ায় জোর জল্পনা, অমিতাভের প্রিয় নাতনি নভ্যাও এবার বলিউডে পা রাখবেন। এবার সেই গুঞ্জনেই মুখ খুললেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা।
সম্প্রতি মুম্বইতে পডকাস্টারদের একটা অনুষ্ঠানে মেয়ে নভ্যা নভেলির হয়ে প্রতিনিধিত্ব করতে হাজির হয়েছিলেন শ্বেতা। অনুষ্ঠানে এসে শ্বেতা বলেন, ‘আমি এখানে আমার মেয়ে নভ্যার হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি ওর জন্য খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত। আমি ওর হয়ে পুরস্কার সংগ্রহ করতে এসে রোমাঞ্চিত।’ প্রসঙ্গত, 'হোয়াট দ্য হেল নভ্যা' নামে একটি পডকাস্টের সঞ্চালক হিসাবে দেখা যাচ্ছে নভ্যাকে।
পডকাস্টার হিসাবে মেয়ের প্রতিভার কথা বলতে গিয়ে শ্বেতা বলেন, ‘আমি মনে করি এটা দারুণ। আর এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা দুর্দান্ত উপায়। আপনি যেখানেই যান না কেন আপনি সেখানেই এটা শুনতে পারেন, ট্রেনে বা বাসে বসেও শুনতে পারেন। এটা আপনাকে মানুষের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য একটা দুর্দান্ত মাধ্যম।’
তবে এসব কথার মাঝেই এসে পড়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। শ্বেতাকে প্রশ্ন করা হয়, নভ্যা কি তবে বলিউডে পা রাখতে চলেছেন? উত্তরে শ্বেতা বচ্চন নন্দা জানান, ‘আমার মনে হয় নভ্যা যে কাজটা করছে, তাতে ও সুন্দরভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারছে, ওর হাতে এখন অনেক কাজ। বলিউড শ্বেতার কেরিয়ার গড়ার জন্য সঠিক পথ বলে আমার মনে হয় না।’
এর আগে নভ্যা নভেলি নন্দাও তাঁর বলিউডে কেরিয়ার না গড়ার বিষয়ে মুখ খুলেছিলেন। নভ্যা তখন বলেছিলেন, তাঁর বাবা এবং মা, উভয় পরিবারেরই দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে নভ্যা জানিয়েছিলেন তিনি ব্যবসা জগতেই পরিচিতি তৈরি করতে চান। কারণ, তাঁর বাবার পরিবারে ব্যাবসার ক্ষেত্রে ৪ প্রজন্মের দীর্ঘ ইতিহাস রয়েছে।
প্রসঙ্গত, ২১ বছর বয়সেই নভ্যা তাঁর বাবার কোম্পানি এসকর্টস গ্রুপে যোগ দেন। এবিষয়ে Mashable India-কে দেওয়া এক সাক্ষাৎকারে নভ্যা বলেন, তিনি মাত্র ২১ বছর বয়সেই ব্যবসায় যোগ দিয়েছিলেন, কারণ, তাঁর কাছে সেই সুযোগ ছিল, তিনি তেমনই পরিবারে থেকে এসেছেন।নভ্যার কথায়, তিনি যে সুযোগ পেয়েছেন, তা হয়ত অনেকেই পান না। তিনি এর জন্য পরিবারের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছিলেন। শ্বেতার কথায়, তিনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে উচ্চাকাঙ্খী, তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চান। তবে এজন্য তাঁর কোনও তাড়া নেই বলেও জানান নভ্যা।