অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ সম্প্রতি প্রকাশ করেছেন যে অভিনেতা হিসাবে কেবল একটি ছবির সেটেই তিনি বুলিংয়ের শিকার হয়েছিলেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, একটি তেলুগু ছবিতে তিনি কাজ করেছিলেন সেখানে তাঁর সহ-অভিনেতা লম্বা হওয়ার কারণে তাঁকে ক্রমাগত তাঁর হাইটের জন্য নানা কটাক্ষ শুনতে হয়েছিল।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, চেহারার জন্য তাঁকে কখনও কোনও কটাক্ষ শুনতে হয়েছিল কিনা। অভিনেত্রী তখন জানান যে যে তিনি তাঁর বাবা-মায়ের জন্য জিনগত ভাবে খুব একটা লম্বা নয়। এতে তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি বলেছিলেন, ‘আমি একটি তেলুগু ছবিতে কাজ করছিলাম, প্রতিদিন ওই সেটে ছবির কলাকুশলীরা আমাকে আমার উচ্চতা নিয়ে কটাক্ষ করতেন। কারণ আমার বিপরীতে যে অভিনেতা ছিলেন তিনি বেশ লম্বা ছিলেন। আমার উচ্চতা ৫ ফুট 2 ইঞ্চি আর আমার বিপরীতে থাকা অভিনেতার উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি বা প্রায় ৬ ফুট বলা চলে।’
আরও পড়ুন: মহাকুম্ভে স্বামী-পুত্রকে নিয়ে পুণ্যস্নান 'অনুপমা'র, রূপালি লিখলেন, ‘বিশ্বাসের যাত্রা…’
নায়িকা আরও বলেন, ‘ওই অভিনেতা প্রতিটি দৃশ্যে গণ্ডগোল করতেন, রিটেক দিতেন, তিনি তেলুগু ভাষা বলতেও পারেন না। আমিও পারছিলাম না, কিন্তু ম্যানেজ করে নিচ্ছিলাম। আমি মনে করি, আপনি আমাকে এমন কিছু সম্পর্কে বলছেন যার উপর আমার কোনও নিয়ন্ত্রণ নেই। এটি এমন কিছু যা জেনেটিক্যালি আমার মধ্যে এসেছে। নিজে নিজে করিনি। এটাই একমাত্র সেট যেখানে আমি সত্যিই বুলিংয়ের শিকার হয়েছি, খুব খারাপ লেগেছিল বিষয়টা আমার।’
আরও পড়ুন: বড় ঝড় কাটিয়ে ছোট ছেলে জেহের জন্মদিনের উদযাপনে মাতলেন সইফ-করিনা! জানেন কী থিম ছিল?
শ্বেতা বসু তেলুগু ছবির নাম প্রকাশ না করলেও তাঁর ক্যারিয়ার জুড়ে বেশ অনেকগুলি তেলেগু ছবিতে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে ‘কথা বাঙ্গারু লোকম’ ছবির হাত ধরে তেলেগু বিনোদন জগতে পা রেখেছিল। এছাড়াও তিনি ‘রাইড’, ‘কাসকো’, ‘কালাভার কিং’, ‘প্রিয়ুডু’ এবং ‘জিনিয়াস’ -এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ তেলুগু ছবি ছিল ২০১৬ সালের ছবি ‘বিজেতা’। তিনি হিন্দি ও তামিল ছবিতেও কাজ করেছেন।
শ্বেতার জিও হটস্টার হিন্দি সিরিজ ‘ওপস আব কেয়া’ ২০ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে। ২০২৪ সালে তিনি 'ত্রিভুবন মিশ্র: সিএ টপার' এবং ‘জিন্দাগিনামায়’ অভিনয় করেছিলেন।