বাংলা নিউজ > বায়োস্কোপ > Shweta Bhattacharya: 'বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল', কঠিন লড়াই লড়েছেন শ্বেতা

Shweta Bhattacharya: 'বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল', কঠিন লড়াই লড়েছেন শ্বেতা

একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা।

এক সময়ে চরম অনটনে দিন কাটিয়েছেন শ্বেতা। দু'বেলা অন্ন সংস্থানের নিশ্চয়তাটুকুও ছিল না।

শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার চেনা মুখ। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। কিন্তু জানেন কি, তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। অতীতে 'দিদি নম্বর ওয়ান'-এ এসে সেই গল্পই শুনিয়েছিলেন অভিনেত্রী।

এক সময়ে চরম অনটনে দিন কাটিয়েছেন শ্বেতা। দু'বেলা অন্ন সংস্থানের নিশ্চয়তাটুকুও ছিল না। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল। একান্নবর্তী পরিবার ছিল। আমি, মা আর বাবা ছোট্ট একটা ঘরে থাকতাম। এমনও হয়েছে যে দুপুর বেলা হয়তো ভাত খেয়েছি নুন দিয়ে। কিন্তু রাতে কী দিয়ে খাব তা জানা নেই।'

হার মানতে রাজি ছিলেন না শ্বেতা। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অভিনেত্রীর সামনে ঢাল হয়ে ছিলেন তাঁর মা-বাবা। শ্বেতা বলেন, 'বাবা-মা আমার জন্য প্রচুর করেছেন। বাবাকে কোনও দিন পুজোতে একটা শার্ট বা জিন্স কিনতে দেখিনি। মাকে শাড়ি কিনতে দেখিনি। ওঁদের জন্মদিন কবে জানি না। কারণ কখনও উদযাপনই করা হয়নি।'

তাঁর সংযোজন, 'বাবা নিজের ছেঁড়া শার্ট রিপু করে পরতেন। আর আমার যদি কোনও কিছু পছন্দ হত, সেটা ঠিক কিনে দিতেন। যদি জানতে চাওয়া হয়, আমার বাবা আমার কাছে কী? আমি বলব, আমার বাবা আমার ভগবান। আমার পৃথিবী। ওঁদের ছাড়া আমি বাঁচতে পারব না।'

অভিনয় দক্ষতার জোরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন শ্বেতা। 'সিঁদুর খেলা', 'জরোয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে তাঁকে। দেবের সঙ্গে 'প্রজাপতি'-তে অভিনয় করবেন শ্বেতা।

বন্ধ করুন