শ্বেতা তিওয়ারীর দুইটি সন্তান, এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে পলক তিওয়ারির জন্ম প্রথম বিবাহ থেকে এবং ছেলের জন্ম দ্বিতীয় বিবাহের পর। বিবাহবিচ্ছেদের পর শ্বেতার জীবনে এখন তাঁর সন্তানরাই তাঁর সঙ্গী। তিনি দুজনকেই অত্যন্ত ভালোবাসেন। কিন্তু শ্বেতা একবার বলেছিলেন যে তিনি চান না পলকের পরে তাঁর আর এক মেয়ে হোক।এর পিছনে কারণ কী, তা তিনি ব্যাখ্যাও করেছিলেন।
আরও পড়ুন: 'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
আরও পড়ুন: মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই অনলাইনে ফাঁস ভিকির ‘ছাবা’, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের
কেন তিনি দ্বিতীয় মেয়ে চান নি?
পিঙ্কভিলার সাক্ষাৎকারে শ্বেতা বলেন, 'যখন আমি দ্বিতীয়বার গর্ভবতী ছিলাম, তখন পলকের বয়স ছিল ১৬ বছর। পলক ওর ১৬ তম জন্মদিনে ১ লক্ষ ৮০ হাজার টাকার মেকআপ কিনে আনে বিদেশ থেকে। প্রতিটি আইশ্যাডোর দাম ছিল ৭-৮ হাজার টাকা। এরপরই আমি আমার পরিবারের লোকদের বলেছিলাম, এবার আমার ছেলে চাই। আমি এত টাকা ব্যয় করতে পারব না। আমি আবার আর একটা মেয়ে মানুষ করতে পারব না।’
ওই একই সাক্ষাৎকারে পলক জানিয়েছিলেন, আগে তিনি তাঁর মাকে ‘দিদি’ বলে ডাকতেন, যদিও এখন ডাকেন না। আসলে পলক আর শ্বেতাকে দেখলেই বোঝা যায় না তাঁরা মা-মেয়ে।
আরও পড়ুন: অস্কার জয়ী ‘আনোরা’ থেকে ‘খাকি’, চলতি সপ্তাহে OTT-তে মুক্তি পেল কোন সিরিজ-সিনেমা?
আরও পড়ুন: শ্যুটিং শেষে ওড়িশা ভ্রমণ রাজামৌলির, পাহাড়ে যথেচ্ছ আবর্জনা দেখে হতাশ পরিচালক
উল্লেখ্য, শ্বেতা কেরিয়ারের প্রথম থেকেই সফলতা অর্জন করেছেন। সিরিয়াল ছাড়া তিনি ‘পরিবার’, ‘বেগুসরাই’, ‘খতরোং কে খিলাড়ি’ এবং ‘বিগ বস’- এ অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে পলক তাঁর কর্মজীবনের শুরু করেছিলেন ‘বিজলী-বিজলী’ গান দিয়ে, যা ছিল সুপারহিট। এরপর পলক সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা গিয়েছিল। এটি ছিল পলকের বড় ডেবিউ।